পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V);్స$ు স্ত্রী-রোগ । শ্রাব হ্রাল।--জিঙ্ক, ক্লোরাইড (gr ૪-બું } এলিষ্ট্রেট अक লেড (Bi-oj ) এবং এলম (Bi-cj ) প্রভৃতির গৌশলের ভুল প্রয়োগ করিতে হয় । - দুৰ্গন্ধ নাশ —আইওডিন লোশন (Bi-oj),কাঞ্চলিক এসিড, ( ১–৪০ ) পারম্যাঙ্গেনেট অফ পটাশ (Bi-oi ) ইত্যাদির ডুস প্রয়োগ উপকারী । আভ্যন্তরিক প্রযোজ্য ঔষধ —ক্যানসার অসাধ্য পীড়া । ইহার কোন ঔষধ নাই | পীড়ার স্থত্রপাতমাত্র পীড়িত বিধান उँटक्कम করা ভিন্ন অদ্য কোন উপায়ে বিশেষ সুফল স্তর মা ! r চাইয়েনটারপেনটাইন ..--বটিক বা মিশ্ররূপে সেবন করাইলে পীড়ার বৃদ্ধি রোধ ও বেদনার উপশম এবং শোণিত স্রাব হ্রাস করে সত্য, কিন্তু এই ফল স্থায়ী হয় না। কোন কোন স্তলে কেবল মাত্র শোণিতশ্রাব রোধ করে, পীড়ার বৃদ্ধির উপর কোন কার্য্য দেথা যায় না । আসেনিক এবং কুইনাইন সহ সেবন করাইলে দুৰ্ব্বলাবস্থায় উপকার পাওয়া যায় । পথ্য --ক্যান সাল পীড়ায় শরীব ক্ষয় হইতে থাকে, তজ্জন্ত বলকারক পথ্য দেওয়া উচিত । শ্রাবসংস্পশে সোনিদ্বার প্রভৃতিতে উত্তেজনা উপস্থিত হইলে জিঙ্ক মলম প্রভূতি প্রয়োগ কর। উচিত । * জরায়ুর ক্যানসারের অস্ত্র চিকিৎসা —উপশম জন্ত সামান্ত এবং আরোগার্থে গুরুতর অস্ত্রোপচার প্রয়োজিত হয় । জরায়ুর, সন্নিকটবর্তী বিধান আক্রান্ত হইলে, প্রথমোক্ত অস্ত্রোপচার অবলম্বন করিয়া কেবল রোগের যন্ত্রণার উপশম করা হয়। পীড়া কেবল মাত্র গ্রীরার সামান্ত অংশে সীমাবদ্ধ থাকিলে পীড়িত বিধানসহ উৎসংলগ্ন স্বস্থ বিধানের কিয়দংশ দূরীভূত এবং অধিক দুৱ বিস্তৃত হইলে সমস্ত জরায়ু উচ্ছেদ করিতে হয় । n