পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগুবহানলের পীড়া । § 3 & ৭ । স্পঞ্জাদি দ্বারা উত্তমরূপে অন্ত্রাবরক ঝিল্লি ইত্যাদি আবুত করিয়া রক্ষা করিবে । ৮ । কাৰ্ব্বলিক এসিড, সাবলিমেট দ্রব ইত্যাদির স্তায় উগ্র পচন fনবারক ঔষধ ব্যবহার করা নিষেধ । ৯ , কৰ্ত্তনের পাশ্ব অষ্টিওডোফরম গজ দ্বারা শুষ্ক করা উচিত । ১০ । সেলাই স্বার কৰ্ত্তন বন্ধ করার পর বোরিক বা স্তালিসিলিক শোষক তুলা দ্বারা আবৃত কহিবে । ১১ । নিদ্রার জন্ত অহিফেন বা ব্রোমাইডের পরিবর্তে সালফোনাল বা ক্লোরাল এমিড প্রয়োগ করা উচিত । পীড়িত নল সংযোগ ইত্যাদি দ্বারা আবদ্ধ হইয়া জরায়ুর সম্মুখে বা উপরেও অবস্থিত হইতে পারে বস্তিগহবরস্থিত অদ্যান্য বিধানসচ ও অাবদ্ধ থাকিতে দেখা যায়। প্রদাহ জন্য জরায়ু সংলগ্ন মুখ এবং ঝালরবৎ অংশের মুখ উভয়ই বন্ধ ইষ্টতে পারে। শেষোক্ত মুখই সচরাচর বন্ধ হইয়া থাকে। প্রদাহ জন্য স্থায়ী বিবৰ্দ্ধিত এবং এক মুখ প্রসারিত হইতে পারে । নলমধ্যস্থিত আবদ্ধ শ্রাব এবং পদাঙ্কের প্রকৃতি অনুসারে এই সমস্ত অবস্থা অল্প বা অধিক হওয়ার সম্ভাবনা ; সামান্ত সন্দি প্রকৃতির প্রদাহে এমত দেখা গিয়াছে যে, নলের পৈশিক আকুঙ্কন ফলে নল গহ্বরস্থিত সঞ্চিত রস বহির্গত হইয়া জরায়ুগহ্বরে পতি গু হু ওয়ায় নল শূন্ত হইয়া কয়েক দিবস পরেই পুনৰ্ব্বার রসপূর্ণ হইয়াছে। আবার এই রস ও পুনৰ্ব্বার বহির্গত হইয়া নল শূন্ত ইষ্টয়াছে। কোন কোন স্থলে পুনঃ পুনঃ এইরূপ কষ্টতে থাকে । এইরূপ ঘটনায় নল পরীক্ষায় এক এক সময়ে এক একরূপ অনুমিত হয় । ফেলোপিয়ন নলের প্রদাহ নির্ণয়ের পক্ষে বিশেষ কোন নির্দিষ্ট লক্ষণ নাই। নল প্রসারিত হইলে তলপেটে বেদন থাকে, এই বেদন এক পাশ্ব হইতে অপর পাশ্ব পর্য্যস্ত বিস্তৃত হয়, এক পাঁশ্বে অধিক অমু