পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগুবহানলের পীড়া । 8 Ꮌ Ꮍ সঞ্চিত হইলে নলের প্রদাহজ ভ্রাব রোধ সহ ভ্রম হইতে পারে । এইরূপ স্থলে নলের মধ্যে এবং জরায়ুর অৰ্দ্ধাংশেও শোণিত সঞ্চিত থাকে । অস্ত্রোপচারের পূৰ্ব্বে নলের প্রদাহের সহিন্ত ইহাব পার্থক্য নির্ণয় অসম্ভব বলিলেও অত্যুক্তি হয় না। - ৭ । নলের মাইওমা –ফেলোপিয়ন নলের পৈশিক তত্ত্ব হইতে উৎপন্ন হইয় থাকে । এই পীড়া অতি বিরল । জরায়ু-পাশ্বে কঠিন, সঞ্চালনশীল, বেদন বিহীন, এবং স্থির আকৃতি বিশিষ্ট দলার ন্তায় পদার্থ অনুমিত হঠলে, তাঙ্গ মাই ওম! স্তির করা যাইতে পারে, কিন্তু তাই যে নলেই উৎপন্ন কইয়াড়ে, ইহা স্থির করা সহজ নহে। পরন্তু ঐন্ধপ অর্বুদ জন্য এমত কোন গুরুতব লক্ষণ উপস্থিত হয় ন যে, তজন্ত উদর-প্রাচীর কৰ্ত্তন করিয়া পরীক্ষা করার আবশ্যকতা উপস্থিত হইতে পারে । ৮ অনিশ্চত পদার্থ।—যেমন—অদ্ধ স্বচ্ছ উপস্থিবৎ পদার্থ, চুকিব পদার্থ, লসিকা ও শ্লষ্মাৰ্ব্বদ, মেদ, ডারমইড পভৃতি अर्जुन হইতে দেখা যায় । এই সমস্তের পার্থক্য নির্ণয় অত্যন্ত ক{ ন । ৯ । হাইডেটিড অফ মরগানী—প্রভৃতি আরও কয়েক প্রকার কোষার্বুদ হষ্টতে পারে কিন্তু তৎসমস্তের এমত কোন ও বিশেষ লক্ষণ নাই যে, তদ্বারা প্রসারিত নল বা বিবন্ধিত অগুশিয় হইতে পৃথক করা সস্তব ; নিদানতত্ত্ব।—অণ্ডপার এবং অগুবহু নলের প্রদাঙ্গের বহুসংখ্যক কারণ জরায়ুপথে আনীত হইয়। থাকে । শোণিত-বাচিক এবং রস বাহিকা-এই উভয় পথেই দুষিত পদার্থ পরিচালিত ষ্টলেও অধিকাংশ স্থলে সংলগ্ন শুৈদ্মিক ঝিল্লি দ্বারা উক্ত প্রদাঙ্গ পরিত্যাপ্ত হইতে দেখা যায় ! সন্দি বা প্রমেহ জন্ত জরায়ুব শ্লৈগ্নিক ঝিল্লির প্রদাহ হইলে অনেক স্থানে অণ্ডবহা নলেরও উক্ত ঝিল্লি প্রদাহিত হয় । অণ্ডবছ।