পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অণ্ডবস্থানলের পীড়া । 8? එ ভাবিফল –নলের অভ্যস্তরস্থিত শ্লৈগ্নিক ঝিল্লির সামান্ত প্রদাহ সহজেই আরোগ্য হুইয়। যাইতে পারে । আবার পুরাতন ভাবাপন্ন হইলে নানারূপ পরিবর্তন উপস্থিত হওয়াও অসম্ভব নছে । , প্রদাহের ফলে নলের উভয় মুখ বদ্ধ হইলে নিঃস্থত রসাদি, তন্মধ্যে সঞ্চিত হওয়ায় নল প্রসারিত হয় । স্রাব পরিপূর্ণ-অভ্যন্তরে রস, পুর, বা শোণিত থাকিতে পারে। এইরূপ প্রসারিত নল আবদ্ধ, স্থানভ্রষ্ট এবং বিদীর্ণ হতে পারে । নল মধ্যে অধিক রস সঞ্চিত șĚtest Ra'far-ffos ( Tubal dropsy টিউবালড়পী ) নামে উক্ত হয়। প্যারামিট্রাইটিস বা স্তাগুপিঞ্জাইটিস্ ওয়ার পরে নলের মুখ বন্ধ হওয়ায় স্ত্রীলোক বন্ধ্য হয় । প্রথমে প্লৈম্মিক ঝিল্লি সামান্ত স্ফীত, ঝালরবৎ অংশ অবরুদ্ধ, তংপর অভ্যস্তরস্থিত বিধানে প্রদাহজ উপজাত বিধান সঞ্চিত হওয়ায় তাহ স্থল হইলে অবরোধ সম্পূর্ণ হয়। নল এবং অণ্ডাধার সন্নিকটবৰ্ত্তী হয়, আবরক রৈখিক ঝিল্লির ও প্রদাহ হুইয়া থাকে । বিদারণ —তরুণ প্রদাহে নল মধ্যে পুত্ৰ সঞ্চিত হই নল বিদীর্ণ হওয়ায় পুত্র অস্ত্রাবরক ঝিল্লি গহবর মধ্যে প্রবিষ্ট হইতে পারে। পুরাতন প্রদাহে নলের প্রাচীর স্থল হওয়ায় তদ্রুপ ঘটনা উপস্থিত হয় না। ক্ষত হওয়াতেই বিদীর্ণ হয়, অত্যধিক প্রসারিত হওয়ার জন্য বিদীর্ণ হয় না। কখন কখন অস্ত্র, মুত্রাশয়, যেনি ইত্যাদি পথে৪ বিদীর্ণ হওয়া সম্ভব । s শোষণ —প্রদাহ হ্রাস হু ওয়ার ফলে নিঃস্বত রস শোষিত হইয়। যাওয়ার দৃষ্টান্ত নিতান্ত বিরল নহে। রক্তাধিক্য, শেখ, এবং প্ৰাৰ ইত্যাদি ক্রমে.ক্রমে হ্রাস হইতে দেখা যায় । , উপশম ।—অদ্যাপ্ত সমস্ত লক্ষণ ক্রমে ক্রমে অস্তহিত হয় কিন্তু আনঃস্থত স্রাব জনিত দলার স্তায় পদার্থ দীর্ঘ কাল একই অবস্থায় থাকে ।