পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ab" স্ত্রী-রোগ ASAMMS SSAAAS অভ্যন্তরস্থিত শ্নৈৰ্ম্মিক ঝিল্লি লাগ এবং পুরাতন প্রদাছের লক্ষণ যুক্ত থাকে—দানাময় দেখায়। প্রমেহ বা দুষিত পদার্গের সংস্রব, গর্ভস্রাব, টিউবারকেল ইত্যাদি কারণে ইহা উপস্থিত হয় । অভ্যন্তর স্থিত পুত্ব নানা প্রকৃতিতে অবস্থিত হয়। প্রসারিত নল মধ্যে গাঢ় পুত্ব বর্তমান অথচ তরুণ প্রদাহের কোন লক্ষণ বর্তমান না থাকিলে তাহা নলের strza crēfūz ( Cold abscess of the tube) nevi ette «x ডগলাসের পাউচে, সরলাস্ত্র এবং জবায়ুর সহিত আবদ্ধ থাকিতে পারে। সচরাচর উভয় পাশ্বেই পূয় সঞ্চিত হয় । পুয়গাঢ়, পচা সরবৎ এবং সরলান্ত্রের সহিত সংলিপ্ত থাকিলে অত্যন্ত দুগন্ধ হয়, ব্রডলিগামেণ্ট ও অণ্ডাশয় উভয়েতেই পুয়োংপত্তি হয়। জরায়ু, সরলাস্ত্র, মুত্রশয় এবং পেৰিটোনিয়ম পথে পুত্র বহির্গত হইতে পারে। শেষোক্ত পথে প্রবিষ্ট হইলে উক্ত ঝিল্লির প্রবল প্রদাহ হইয়া রোগিণীর মৃত্যু কওয়ার সম্ভাবন । প্যাপিলোম ( Papilloma ) --অণ্ডবহ নলের প্যাপিলোম প্রদাহ সস্তৃত । কখন সামান্ত প্রকৃতিতে উৎপন্ন হইয়া বৃহৎ হয়, এতজ্জগু উদরী ইত্যাদি হইতে পারে । আবার কথন বা মারাত্মক প্রকৃতি ধারণ করে । এই পীড়া অতি বিরল । ক্যানসারও অতি বিরল এবং অত্যন্ত মৃদু গতিতে বুদ্ধি পায় । এই পীড়ায় রক্তরস মিশ্রিত স্রাব হইতে দেখা যায় । স্বালপিঞ্জোসিল ( Salpingocele ) –ইস্কুইস্তাল কেনাল মধ্যে কেবল নল বা নলসহ অণ্ডাধার বহির্গত হইয়া আইয়া, অতি বিরল ঘটনা। স্থান ভ্ৰষ্ট নল আবদ্ধ হইলে অস্ত্ৰ বুদ্ধির অম্বরূপ লক্ষণ সমূহ প্রকাশিত হয় ও তদ্রুপ অস্ত্রোপচারই সুন্দুখন করিতে হয়। প্রকৃত অবস্থা নির্ণয় অত্যন্ত কঠিন। 罵 হাৰ্ণিয়ার সহিত ভ্রম হয় । *