পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89o স্ত্রী-রোগ । কেল জনিত প্রদাহে আৰ্ত্তবস্তাবের অল্পত লক্ষিত হয়। পুনঃ পুন: এবং বেদনাসহ স্রাব হয়, মলত্যাগ সময়েও বেদন প্রবল হয়, পীড়িত স্থান সঞ্চালন এবং বেগ দেওয়ার জন্যই এইরূপ হইয়া থাকে। মূত্রশয়, মূত্রনালী এবং সরলান্ত্রে রক্তাবেগ হয়, এই কারণ বশত: সরলান্ত্র হইতে আম এবং শোণিত নির্গত হইতে পারে। বেদন এবং আতঙ্কে দুৰ্ব্বলতা, শরীর ক্ষয়, অক্ষুধ, বিবমিষা, বমন, উদরাম্মান, কোষ্ঠ বন্ধ , স্নায়বীয় লক্ষণাদি-অনিদ্র, শিরঃপীড়া, শিরোঘুর্ণন, স্নায়বীয় বেদনা, আক্ষেপ এবং ঔদাস্ত ইত্যাদি লক্ষণও উপস্থিত হইতে দেখা গিয়াছে। পেরিটােনিয়ম আক্রান্তের পরিমাণ অনুসারে অষ্টান্ত লক্ষণ উপস্থিত হয়। কখন কখন জর বর্তমান থাকে। উভয় নলের মুখ বদ্ধ হইলে বন্ধ্যা হয় । চিকিৎসা -পেরিমিটুইটসের চিকিৎসায় যে সমস্ত চিকিৎসা প্রণালী বর্ণিত হইয়াছে, ইঙ্গীতেও সাধারণতঃ তাহাই অবলম্বন কল্লিতে হয় । তাহাতে সুফল ন হইলে অস্ত্রোপচার কৰ্ত্তব্য। তরুণ পীড়ায় সহজে শাস্তস্বস্থিরভাবে শায়িতা রাখা যাইতে পারে । এদেশের গৃহস্থদিগের মধ্যে পুরাতন পীড়ায় শায়িত রাখা অসম্ভব বলিলেও অত্যুক্তি হয় না। তথাচ যথাসম্ভব স্বস্থির রাখিতে যত্ন করা উচিত। প্রত্যুগ্রতা সাধক, বিরেচক, উষ্ণ ভুস, এবং অমৃত্তেজক বল্লকারক ঔষধ প্রয়োগ করিবে। স্নায়বীয় উত্তেজনা হ্রাস করার জন্য ২৩ সপ্তাহকাল, ১০-২০ গ্ৰেণ মাত্রায় সোডিয়ম ব্রোমাইড উপকারী, প্রত্যহ তিনবার প্রয়োগ করা উচিত। বেদন নিবারণ পক্ষে অষ্টিফেন উৎকৃষ্ট, কিন্তু ইহার বিস্তর দোষ । ফোস্কা করিয়! সেই স্থানে মর্ফিয়া প্রয়োগ, মলদ্বার পথে লড়েনম এবং ক্লোরাল হাইড্রেট প্রয়োগ করিলেগু ৰেঙ্গনার উপশম হয়। জরায়ু গহবর চাছিয়া টিংচার আইওডিন প্রলেপ দিলেও উপকার হয় । প্রদাহনাশক চিকিৎসার পর এই প্রণালী অবলম্বন