পাতা:স্ত্রী-রোগ.djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নলীয় গর্ভ । 8 రి করিতে হয়। পাইওস্তালপিনক্স বর্তমান থাকিলে এই চিকিৎসা ন৷ করাই শ্ৰেয় । সাধারণ চিকিৎসায় অনেক স্থলে এক কি দুই মাস মধ্যেই আরোগ্য হয়। অনেক স্থলে পুনৰ্ব্বার মৃদ্ধ প্রকৃতিতে পীড়া উপস্থিত হয়। কখন বা প্রবল ভাবেই উপস্থিত হইতে দেখা যায়। পুনৰ্ব্বার (བྷི་ཝེ་༢ཀ་། করিলে আরোগ্য হয় । এইরূপ পুনঃ পুনঃ হইতে থাকিলে শেষে স্তালপিঞ্জো-উফরেক্টমী অস্ত্রোপচার দ্বারা পীড়িত বিধান কৰ্ত্তন করিয়া উচ্ছেদ করাই সৎপরামর্শ সিদ্ধ । পাইওস্তালপিনক্স স্থির নিশ্চিত হইলে অবিলম্বে কৰ্ত্তন করাই সংপরামর্শ কিন্তু অন্তান্ত কারণে বিশেষ বিবেচনা এবং অপেক্ষা করিয়া তাস্ত্রোপচার করা উচিত । অনেকে এক, কি দুই বৎসর কাল সাধাৰণ চিকিৎসার উপর নির্ভর করিতে উপদেশ দেন। তাহাতে কোন সুফল না চইলে অথবা ক্রমে ক্রমে মন্দ লক্ষণ উপস্থিত হইতে থাকিলে অস্ত্রোপচার করিতে হয় । ষড়বিংশ পরিচ্ছেদ । - নলীয় গর্ভ । (Tubal Pregnancy টিউবাল প্রেগনেন্সি। ) অগুবহানলের যে কোন স্থানে সফল অণ্ড (Oosperm—Ferti.lized ovum ) অবস্থিত হইতে পারে। . অবস্থানের স্থানানুসারে ভিন্ন ভিন্ন ফল উপস্থিত হয় । নলের মধ্যাংশে অবস্থিত হইলেই টিউবাল গ্রেগনেন্সী অর্থাৎ নলীয় গর্ত বলা হয়। গহবরের যে অংশ জরায়ু গঠনের মধ্য দিয়া আসিয়াছে, সেই স্থানে গর্ভ সঞ্চার ইষ্টলে টিউবোউটিরাইন প্রেগনেন্সী বলা হয় । নল মধ্যে গর্ভ সঞ্চার হওয়ার কারণ কি, তাহ। স্থির হয় নাই । যে কোন বয়সে, প্রথম, মধ্য বা