পাতা:স্ত্রী-রোগ.djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগু:শয়ের পীড়া । $ 85 হইতেই অধিক হইতে দেখা যায় । ঐ স্থানের মৈছিক ঝিল্লির প্রদাহ হইলে অণ্ডাশয়ও অল্পাধিক আক্রান্ত হইয়া থাকে । আওfশয়ের তরুণ এবং পুরাতন প্রদাহ কিম্ব রক্তাধিক্যের ফলে জরায়ুর প্রদাঙ্কসংশ্লিষ্ট পীড়া হওয়ার সঙ্গাবন । 歌 অণ্ডাশয়ে দীর্ঘকাল প্রবল রক্ত বেগ বর্তমান থাকিলে সংযোগ তত্ত্বর বিবুদ্ধি, সৌত্রিক তত্ত্বর স্থলত্ব এবং রস সঞ্চয় ব্যতীত অপর বিশেষ কোন পরিবর্তন ন হইতে পারে । সাধারণতঃ উক্ত ঘটনা সঞ্চাপ জনিত ফল। ফলফল সমূহ আবরুদ্ধ হওয়ার পরিণাম—অণ্ডাশয়ের জীর্ণ শীর্ণতা । এইরূপ স্থলে পরিপুষ্ট অণ্ডোৎপত্তির অভাবে পীড়িত বন্ধ হয় । দীর্ঘকাল স্থায়ী প্রবল রক্তাবেগ এবং প্রদাঙ্গের পরিণামে আওাশয় মধ্যে স্ফোটকের উৎপত্তি হয় । কোন কোন স্তলে কোধিক অপকর্ষতা হইতেও দেখা যায়। বিধান মধ্যে শোণিত নিঃস্থত হইলে সংযত শোণিতচাপ শোষিত এবং পরিবর্কিত হস্তণে কোষাবদের উৎপত্তি হইতে পারে । এই সমস্ত ঘটনা অতি বিরল । নল ইত্যাদির প্রদাহে যেরূপ পুয়োৎপত্তি, সন্নিকটবর্ণ বিধানসহ সংযোগ দ্বারা ক’ৰ দ্ব ইত্যাদি অবস্থা উপস্থিত হয় । অণ্ডাশয়ের প্রদাঙ্গে ও তদ্রুপ অবস্থা উপস্থিত হয়, তজ্জন্ত অনেকে উভয় পীড়া একত্রে উক্ষরো-স্যলপিঞ্জাইটিস-(Oophoro-salpingitis) নামে উল্লেখ করেন। অনেক স্থলে নলের পীড়া চারস্ত হওয়ার পরে অণ্ডাশয় পীড়িত হয় । কর্টিক্যাল \&qwzTÍàfĜzī ( Cortical ovaritis) ei<1CxI পেরিউফরাইটিস ( Perioophoritis ) অর্থাৎ অণ্ডাশয়ের সন্নিকটবৰ্ত্তী পেরিটোনিয়ম প্রদাহিত হইলে তৎপরে পরম্পরিতভাবে অণ্ডাশয়ের আবরক স্নৈহিক ঝিল্লি প্রদাfহত হয় । প্রদাহের ফলে অণ্ডাশয়ের গাত্রে লসীক সঞ্চিত হইয়। নবজাত ঝিল্লির অমুরূপ আকৃতিতে অবস্থিত হয় ; অন্তঙ্কি যন্ত্রের সহিত আবদ্ধ হইয়া পড়ে । প্রদাহ অণ্ডাশয়ে