পাতা:স্ত্রী-রোগ.djvu/৫২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অঞ্চাশয়ের অৰ্ব্বদ। 8 \s & ডারমইডে প্রদাহ হইলে সংযোগাদি দ্বারা আবদ্ধ হয় । পুয়োৎপত্তি হইলে কোন এক অংশে স্ফোটকের অনুরূপ মুখ হইতে পারে । এই অবস্থায় স্ফোটক ভ্ৰমে কৰ্ত্তিত হওয়াও আশ্চর্য্য নহে। কৰ্ত্তনের মুখ ৰাহদেশে হইলে নালীঘায়ে পরিণত হষ্টয়া একই অবস্থায় আজীবন থাকিতে পারে। মূত্রাশয় মধ্যে বিদীর্ণ হইলে মুত্রাশয়ের প্রদাহ হয়। সরলাস্ত্র মধ্যে বিদীর্ণ হুইলে তথায় উত্তেজনা উপস্থিত হয় । যোনিমধ্যে বিদীর্ণ হইলে দীর্ঘকাল শ্বেতপ্রদরের অনুরূপ স্রাব নিঃস্থত হয় । অভ্যস্তরস্থিত পদার্থ বচিগত হষ্টয় গেলে গহবর সঙ্কুচিত হইতে পারে, কিন্তু অভ্যস্তরে কেশাদি কঠিন পদার্থ বর্তমান থাকিলে সঙ্কুচিত হয় না। যথেষ্ট শ্ৰীৰ হওয়ায় রোগিণী অবসাদগ্ৰস্ত হয়। এইরূপ হইলে অৰ্ব্বদ সত্বরে নিষ্কাষিত করাই শ্ৰেয়: । উফরণের উক্ত তিন শ্রেণীর অৰ্ব্বদের পরস্পর পার্থক্য নির্ণয় করা অত্যন্ত কঠিন এবং অনেক সময়েই দুই প্রকৃতির অর্বুদ একত্রে অবস্থিত হইতে পারে । অগুrশয়ের এডেনোমেট এবং ডারমষ্টড অনেক স্থলে মিশ্রিত থাকে। এই কয়েকটীষ্ট ওভেরিয়ান ফলিকল হইতে উৎপন্ন হয়। উফরণের কোবাৰ্ব্বদসমূহ মারাত্মক-প্রকৃতি-বিশিষ্ট নহে। পরিউফরণের কোষারত অৰ্ব্ব দ (Cysts of the Paroopho. ron)—ইহা বৃস্তবিহীন অত্যন্ত বৃহং ন হইলে অণ্ডাশয়ের আক্কতির পরিবর্তন হয় না। প্রায়শঃ এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অভ্যস্তরের তরল পদার্থ পরিষ্কার, কখন কথন প্রাচীরের অভ্যন্তর অংশে আচিলবৎ গঠন, এবং এই গঠনে অত্যধিক শোণিতবাহিক বৰ্ত্তমান থাকে । সহজেই শোণিত নিঃস্থত হইতে পারে ; কখন বা চূৰ্ণকবৎ পদার্থে পরিণত হয়। এই প্রকৃতির অর্বুদ কখন কখন স্বতঃ বিদীর্ণ এবং অর্বুদ মধ্যস্থিত পদার্থ অস্ত্রাবরক ঝিল্লি-গহ্বরে পতিত হয় । আঁচিগবৎ, পদার্থ অস্ত্রাবরক ঝিল্লিতে সংলগ্ন হইয়। বৰ্দ্ধিত হইতে পারে । অস্ত্রালরক ෆෆ