পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৮২ স্ত্রী-রোগ । বহির্গত করিৰে। কখন বা অর্বুদ বিদীর্ণ করিয়া তৎপর বোনিপথে ৰহির্গত করা হয়, কিন্তু যোনিপথ অপেক্ষ উদয়প্রাচীর কর্তন পূৰ্ব্বক অৰ্ব্বদ উচ্ছেদ করা সহজ সাধ ; ইহা স্মরণ করিয়৷ কাৰ্য্য করা উচিত। ট্যাপ করিয়া তরল পদার্থ বহির্গত করিয়া তৎপর কৰ্ত্তন প্রসারিত করতঃ অপরাপর পদার্থ বহির্গত করিয়া সেলাই দ্বারা কৰ্ত্তন বদ্ধ করাই সৰ্ব্ব পেক্ষা সহজ সাধ্য । অণ্ডাশয়ের অৰ্ব্বদের পরিণাম। পরিওভেরিয়ান টিউমার বিদীর্ণ হইয় আপন হইতে আরোগ্য হওয়া সম্ভব । মূলদেশ মোচড়াইয় গেলে শোণিত সঞ্চালন হ্রাস হওয়ায় অৰ্ব্বদের বৃদ্ধিরোধ হইতে পারে। ওভেরিয়ান সিষ্টের অধি কাংশই রোগিণীর মৃত্যু না হওয়৷ পৰ্য্যস্ত ক্রমে বদ্ধিত হইতে থাকে। মালটিলোকিউলার সিষ্ট দ্রুত বৰ্দ্ধিত হয়, অধিকাংশ স্থলে ৩৪ বৎসরের মধ্যে মৃত্যু হয়। পঞ্চাশ বৎসর কালও অর্বুদ বর্তমান থাকিতে দেখা গিয়াছে। ত্রিংশ অধ্যায় ! অণ্ডাশয়ের অর্বদ নির্ণয় । (The Diagnosis of Ovarian Tumours) জণ্ডাশয়ের অর্বুদ নির্ণয় সহজসাধ্য নহে। প্রথমাবস্থায় পার্থক্য নির্ণয় অত্যন্ত কঠিন । পীড়ারম্ভের ইতিবৃত্ত বিশদভাবে অবগত হইতে মা পারিলে এবং উপসর্গ সমন্বিত পীড়া হইলে ভ্রম হওয়ার অধিক