পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অণ্ডাশয়ের অশ্বদ । 8 ă ማ অতি সহজ সাধ্য এবং তং পরিণাম "Αar সৰ্ব্বদাই শুভ হয় । স্বতxাং এই শেষোক্ত অর্কু প্রথম অস্ত্রোপচারকের পক্ষে উপযুক্ত। - উদর প্রাচীরসহ অৰ্ব্বদ সম্মিলিত কি না, তাহ স্থির করিতে ইলে রোগিণীকে উজ্জ্বল আলোকের সম্মুখে উত্তানভাবে শয়ন করাইয়। উদর অনাবৃত করতঃ উর্দ্বয় সঙ্কুচি গু করিয়া রাখিলে, যদি সংযোগ না থাকে, তবে (ক) অৰ্ব্বদের উদ্ধ কিনারা নিশ্বাসপ্রশ্বাসে উথিত ও পতিত হয় । (প) প্রতিঘাতে পূর্ণগর্ভ শব্দের স্থান নিশ্বাস গ্রহণ সময়ে নিম্নে ও নিশ্বাস ত্যাগ সময়ে উদ্ধ যায় । (গ) প্রাচীরোপরি হস্ত স্থাপন করিলে করঞ্চর শব্দ অনুমিত হয় না ও শ্রুত হওয়া যায় না, কিন্তু অল্প দিবসের প্রদাহজ লসীক সঞ্চিত থাকিলে উক্ত শব্দ অমুমিত হইতে পারে । (ঘ) উক্ত অবস্থান ইষ্টতে কেবলমাত্র কচুইয়ের সাহায্যে উঠিয়৷ বসিতে চেষ্টা করিলে ক্ষুদ্র, কোমল, অনবদ্ধ অর্বুদ পশ্চাতে ও পাশ্বে স্থানভ্রষ্ট এবং ঔদরিক পেশী মধ্যস্থলে উচ্চ আলীর অনুরূপ উখিত হইতে পারে। (ঙ) আবদ্ধ অর্বুদসহ নাভি সঞ্চালিত হয়। (চ) কলুষ্ট-জামু অবস্থানে যৌনপরীক্ষায় পত্তিগহ্বরে আবদ্ধ অর্বুদ অঙ্গুলীসঞ্চাপে স্থান ভ্রষ্ট হয় না এবং জরায়ু সাবদ্ধ কিম্বা স্থানভ্রষ্ট অনুমিত হইতে পারে। কিন্তু স্বৰ্ব্বদের সকল অংশ অসম্মিলিত থাকিলেও অবরুদ্ধ থাকিতে পারে । এই অঞ্চ স্থায় যৌনপরীক্ষায় সংযোগ অবগত ১ ওয়া যায় না। (ছ) অস্ত্রাবরক ঝিল্লির পুনঃপুনঃ প্রদাহের ইতিবৃত্ত থাকিলে ংৰোগ দ্বারা আবদ্ধ থাকার সম্ভাবনা । নানাবিধ উপায়ে রোগ নির্ণীত হইলে ও অনেক স্থলে ভ্রম প্রমাদ লক্ষিত হয়, সুতরাং স্থির মীমাংসায় সমাগত হইতে হইলে ভিন্ন ভিন্ন প্রণালীতে পুনঃপুনঃ পরীক্ষা কৰ্ত্তব্য । যতই বিলম্ব হউক না কেন, যথাসম্ভব স্থির সিদ্ধাস্তে উপনীত না হওয়া পৰ্য্যন্ত দৃঢ়তার সহিত কোনরূপ অভিমত ব্যক্ত কর। অনুচিত । లషా