পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ እዩ› স্ত্রী-রোগ । নিঃস্থত হয়, এই প্রকৃতির প্রম্বাহে তদপেক্ষী অধিক পরিমাণে পূয় নিঃস্থত হইয়া থাকে। স্পেকুলম প্রবেশ করাইলে তন্মধ্যে অধিক পরিমাণে পুত্র প্রবিষ্ট হয়। স্পেকুলমের বর্লিখ কষ্টতে পূয় নির্গত কষ্টতে থাকে। এই অবস্থা দুষ্টে সহসা এরূপ ধারণ জন্মিতে পারে যে, কোন স্থানের স্ফোটক গহবর বিদীর্ণ হওয়াতেই এত অধিক পূয় বহির্গত হইতেছে ; বাস্তবিকপক্ষে কিন্তু তাত নহে। ঐরুপ পূয় নির্গত হওয়াই এইরূপ প্রদাহের বিশেষ লক্ষণ | প্রমেহজাত যোনি প্রদাহের সঠিত ও ভ্রম হইতে পারে ; কিন্তু প্রমেহ পীড়ার জন্য প্রদাহ হইলে কতক দিবস পরেই স্রাবের পরিমাণ হ্রাস হয়, কিন্তু এষ্ট পীড়ায় বহুকাল যথেষ্ট শ্রাব হয়। পরস্ত ইতির স্তু এবং পরীক্ষায় প্রমেহের কোন বিবরণ অবগত হওয়া যায় না । যোনির শ্নৈৰ্ম্মিক ঝিল্লি লাল, দানাময় বা মকমলবৎ হইতে পারে। যোনির তরুণ প্রদাহের লক্ষণ ।—প্রথমে যোনির অভ্যস্তরে উত্তাপ ও জাল এবং পুনঃ পুনঃ প্রস্রাব করার ইচ্ছা হয়। তৎপর পুয় মিশ্রিতু শ্লেষ্মা নির্গত হইতে থাকে। কখন কথন শ্লাবে দুর্গন্ধ হয়। বিটপদেশে দপদপানী বেদন, যোনি ও বস্তিগহবরে বেদন, এবং প্রস্রাব করার সময়ে অত্যন্ত জাল হইতে পারে। পুরাতন প্রদাহের শ্রাব অম্নাক্ত, এতৎসহ শুক্র সম্মিলিত হইলে জীবাণুর জীবনীশক্তি বিনষ্ট হওয়ায় স্ত্রীলোক বন্ধ্যা হইতে পারে । আট গুইতে দশদিবসের মধ্যে পীড়ার পূর্ণ বৃদ্ধি হয়। যোনির দানাময় প্রদাহ । (Granular vaginitis &TizR&Ttz{ ভেজাইনাইটিস ) তরুণ প্রদাহের পর যোনির প্লৈয়িক ঝিল্লিতে দানাময় গঠন উৎপন্ন হইলে এই প্রকৃতির প্রদাহ হয়। দান, সমূহ হামের দানার অনুরূপ