পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোনি- &శిలి ইনফিউসন জুনিপার, ইউবা অশা; বকু ইত্যাদি ব্যবস্থা করা যাইতে পারে। যষ্টিমধু সহ তিসির জল উপকারী। পীড়ার তরুণাবস্থা অতীত হইলে সালফোকাব্বোলেট অব জিঙ্ক, সালফেট অব জিঙ্ক, সবএসিটেট অব লেড, এলম ; বোরিক, স্যালিসিলিক বা টানিক এসিড ইত্যাদির সঙ্কোচক লোশন প্রয়োগ করা যাইতে পারে । পারক্লোরাইড অব মার্ক রী লোশন ( ১–৫০০০ ) এবং বেলেডোনা, কে কেন, টানিক এসিড, আইওডোফরম ইত্যাদির সপোজিটরী উপকারী । ইহাতে উপকার না হইলে নাইট্রেট অফ সিলভার বা প্লিমিরণ কাৰ্ব্বণিক এসিড প্রয়োগ করিতে হয় । গ্র্যাকুলার ভেজাইনাইটিস হইলে যেনি পরিষ্কার ও শুষ্ক করত: পচন নিবারক তুলা পূর্ণ করিয়া কয়েক মিনিট এই অবস্থায় রাপিয়া বহিগত করতঃ পুনৰ্ব্বার যোনিপ্রাচীর শুষ্ক করিবে । পরিশেষে ফারগুসনের স্পেকুলম প্রবেশ করাইয়। ক্রমে ক্রমে বষ্টিগত করিতে থাকিপে এবং যোনিপ্রাচীরের বে অংশ দৃষ্ট হুইবে, সেই স্থানে ইণী দ্বার ক্লোরাইড অব জিঙ্ক (3ss—‡i গ্লিসিরিণ), গ্লিসিরিণ কাৰ্ব্বণিক এসিড (3iii —‡i fগ্লসিরিণ ) কিম্ব তদ্রুপ অপর কোন দ্রব প্রয়োগ কfরবে । অনেকে প্রথমে ১০—২০ গ্রেণ ক্লোরাইড অব জিঙ্ক মৃদ্ধ সের জগে মিশ্রিত কক্লিয় প্রয়োগ করিতে বলেন । তাহাতে উপকার না হুইলে ক্রমে মাত্রা বুদ্ধি কুরা উচিত । অত্যন্ত পুয় শ্রাব হইলে প্রথমে এলম চুর্ণ প্রক্ষেপ করিবে । তাছাতে উপকার না হইলে টিংচার ফেরি পারক্লোরাইড এক ভাগ, তিন ভাগ জল সহ মিশ্রিত করিয়া প্রয়োগ করা উচিত । বেদন বর্তমান থাকিলে কেবল অবসাদক এবং বেদনানিবারক ঔষধ প্রয়োগ করাই বিধি । এম্ফিসিমেটাস প্রদাছে গুটিসমূহ বিদ্ধ করিয়া বায়ু বষ্টিগত করিয়া দিয়া সাধারণ প্রণালীতে চিকিৎসা করিতে হয় । মেন্থে নাস্ ভেজাইনিটিস