পাতা:স্ত্রী-রোগ.djvu/৬২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΟΣΦΟ স্ত্রী-রোগ । শ্নৈগ্নিক ঝিল্লি পর্য্যস্ত বিস্তৃত হয় । উক্ত ঝিল্লি আক্রাস্ত হইলে তৎস্থান স্থল, শুভ্রবর্ণ, এবং স্বাভাবিক অপেক্ষ শুষ্ক ও খসখসে হয় । এই অবস্থায় অসহ কওয়ন উপস্থিত হইলে অনেক সময়ে রমণীস্থলভ লজ্জাশীলতার বিঘ্ন উৎপাদন করে । লক্ষণ-পরাগ পুষ্ট জীলই পীড়ার কারণ, এরূপ কথিত হয় সত্য কিন্তু অনেক স্থলে প্রকৃত তথ্য অপরিজ্ঞাত থাকে। গর্ভাবস্থা, বাত ধাতু, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, অত্যধিক তরল পদার্থ পান এবং মধুমূত্র পীড়া কারণ মধ্যে পরিগণিত। লক্ষণ—সহসা পীড়া উপস্থিত হয় । চিকিৎসা করিলে এক, পক্ষ মধ্যে আরোগ্য হইতে পারে । পুরাতনাবস্থায় বহু বৎসর স্থায়ী হইতে দেখা গিয়াছে। জালাবৎ বেদনা, কওয়ন, প্রদাহের সাধারণ লক্ষণ, বিচ্ছিন্নভাবে অবস্থিত, সর্ষপবং স্বপন্ন স্বশ্ন জলপুর্ণ দানা, বসন্ত ঋতুর আরম্ভে পীড়ার বৃদ্ধি, অধিক চুলকাইলে চৰ্ম্মে নখাঘাত জনিত বিদার, ওষ্ঠের অভ্যস্তরাংশ পুয় শ্লেষ্মা ও স্থানে স্থানে মামরী দ্বার পরিবৃত ইত্যাদি লক্ষণ বর্তমান থাকে। হারপিসের জলপূর্ণ দান। অপেক্ষ। এই দান অত্যন্ত ক্ষুদ্র । উপদংশের ইতিবৃত্ত থাকে না । চিকিৎসা—পীড়ার মূল কারণ দূরীভূত করিতে যত্ন করিবে। অধিক তরল পদার্থ পান নিষেধ। লাইকর৯ কাৰ্ব্বনিশ, ডিটারজেন্স মিশ্রিত জল দ্বার। ধৌত ও পরিষ্কার করিয়া বোরাসিক চূৰ্ণ প্রক্ষেপ করিলে উপকার হয়। লেডলোশন এবং ক্ষারাক্ত জল উপকারী। अब्राहउँ অব জিঙ্ক, বিসমথ সব নাইট্রস, আইওডোক্ষরম একত্র মিশ্রিত করিয়া চুৰ্ণ প্ৰক্ষেপ, হাইড্রাজ পারক্লোরাইড লোশন ( ১—১০০০ ), কাৰ্ব্বলিক এসিড, থাইমল, এক থাইওগ, ক্রিয়োজোট, গোয়া পাউডার ইত্যাদি প্রয়োগ করা যাইতে গাৱে ।