পাতা:স্ত্রী-রোগ.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@ぐり総 স্ত্রী-রোগ যোনিমুখের সাধারণ প্রদাহ। (সিম্পল ভলভাইটিস— Simple vulvitis) —অপরিস্কার, প্রবল সঙ্গম, অতান্ত চুলকানী, স্বত্রখণ্ডবৎ কৃমি, এবং আঘাতffদ কারণে এই প্রকৃতির প্রদাহ হয় । বেদন, জাল, চুলকানী, মুত্রসংলগ্নে এবং গমনাগমনে যন্ত্রণার বৃদ্ধি, দুর্গন্ধ শ্রাব দ্বারা আবুত, এবং স্থানিক প্রদাহের অদ্যান্ত লক্ষণ বর্তমান থাকে । পুরুলেণ্ট SET=fŘfz (Purulent vulvitis) *ètri পূৰ্ব্বোক্ত লক্ষণ সমূহ প্রবলভাবে উপস্থিত হয়। যথেষ্ট পুত্র নিঃস্থত হইতে থাকে। যোনিমুখের ওষ্ঠস্বয় ফাক করিয়া ধরিলে যোনিমুখে ক্ষত দৃষ্ট হয়, কোন কোন ক্ষত বিশেষ প্রকৃতির ঝিল্লী দ্বারা আবুত দেখা যায়। লক্ষণ দৃষ্টে ধোনি প্রদাহের চিকিৎসা প্রণালী অবলম্বন করিবে । বেদন নিবারক, সঙ্কোচক, অবসাদক—অহিফেন, পুলটিল, উষ্ণভুস্, লেডলোশন, ইত্যাদি প্রয়োগ করিবে । শেষাবস্থায় নাইট্রেট অফ সিলভারের মৃদ্ধ দ্রব, কাৰ্ব্বলিক ও বোরাসিক এসিড, সালফোকাৰ্ব্বলেট অফ জিঙ্ক ইত্যাদির লোশন প্রয়োগের আবহুক হইতে পারে। নোমা (Noma) —ভলভার নোম অতি বিরল। ইহার অপর নাম ক্যানক্রমওরিস। ভগের নোমা হইলে গণ্ডদেশেও নোমা হওয়ার সম্ভাবনা । ম্যালেরিয়া জ্বরে অবসাদগ্ৰস্তা—বিবৰ্ধিত প্লীহাসমন্বিত্ত। বালিকার এইরূপ প্রদাহ হইতে দেখা গিয়াছে। ষোনিমুখের এক ওষ্ঠের কোন স্থান কৃষ্ণরক্তবর্ণ কঠিনভাব ধারণ করার পরে কৃষ্ণধূসরবর্ণের ক্ষত প্রকাশিত হইলে তাহী ক্রমে ক্রমে বিস্তৃত হইতে থাকে। আমি কেবলমাত্র একটা বালিকার এই পীড়ায় মৃত্যু হইতে দেখিয়াছি। অতি ধীরভাবে পীড়া বিস্তৃত হইতে থাকে। ক্ষত বিগলিত इहेरठ आव्रछ হইলে অত্যন্ত দুৰ্গন্ধ নির্গত হয় । পরিণামফল প্রায়ই অশুভ । পীড়িত স্থান দগ্ধ করিয়া পচন নিবারক প্রণালীতে চিকিৎসা করা উচিত। বলকারক ও উত্তেজক ঔষধ ও পোষক পথ্য ব্যবহার করিবে । চারকোল