পাতা:স্ত্রী-রোগ.djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, স্ত্রী-রোগ । ولاوا OB প্রদাহ জগুই সচরাচর ভগোষ্ঠের স্ফোটক হয় । তদ্ব্যতীত মলদ্বারের অর্শঃ, বিদারণ, অবরোধ ইত্যাদি কারণে স্ফোটক হইতে পারে। এইরূপ স্তলে মলত্যাগ কষ্ট, মলদ্বাব হইতে শোণিত শ্রাব ইত্যাদি লক্ষণসহ যোনিরপশ্চাৎ পাচীরের সন্নিকটবৰ্ত্তী ভগোষ্ঠের স্ফোটকের লক্ষণ বৰ্ত্তমান থাকে এইরূপ স্ফোটক যোনি মধ্যে বিদীর্ণ না হইয়া সরলান্ত্রে বা বাহ দেশে বিদীর্ণ হয়। পূৰ্যসহ মলের গন্ধ বর্তমান থাকার সস্তাবনা । আঘাত, পত্তন, প্রবল সঙ্গম ইত্যাদি কারণে ও ভগোষ্ঠের স্ফোটক হইতে পারে। তরুণ স্ফোটকের সমস্ত লক্ষণ বর্তমান থাকে । এইরূপ স্ফোটক পুনঃ পুনঃ তয় না । 數 ভগের ইরিলিপেলাল হওয়া অতি বিরল ঘটনা । কোন কোন স্ত্রীলোকের মাসিক আৰ্ত্তব স্লাবের পরিবর্তে ভগোষ্ঠের প্রদাহ হইয়। থাকে । সাধারণ নিয়মে চিকিৎসা করিতে হয় । বিস্ফোটক (ফারাঙ্কল—Furuncle) —শরীরের অন্তান্তস্থানে যেরূপ বিস্ফোটক হয়, ভগোষ্ঠে ও তদ্রুপ বিস্ফোটক হইতে দেখt যায় । ইহার কোন বিশেষত্ব নাই। প্রথমাবস্থায় শুঙ্কিারের সহিত ভ্রম হইতে পারে । কিন্তু কোর বহির্গত হইলে অrর কোন সন্দেহ থাকে না । শু্যাঙ্কার—(Chancre)—কঠিন ক্ষত কেবলমাত্র এক পার্থে হয় । ওষ্ঠে ঔপদংশিক ক্ষত হইলে ঐ অংশ কঠিন শোথ দ্বার আক্রাস্ত হওয়ায় অনেকে এক ওষ্ঠের কঠিন স্ফীতত বৰ্ত্তমান থাকিলেই উপদংশক্রান্ত—এমত সন্দেহ করেন। কিন্তু অধিকাংশস্থলে যোনিমুখের পার্শ্বে প্রাথমিক ক্ষত হয় । ইহু! সাধারণ ক্ষতের অনুরূপ না হটর লোমছা ৰয়ের সদৃশ দেখায়। ভলভার উপদংশের কঠিন স্ফীততা—ইহার বিশেষ লক্ষণ । রোগিণী, এষ্ট স্ফীততাই সৰ্ব্বপ্রথমে লক্ষ্য করে । ক্ষত শুষ্ক হইয়া গেলেও কঠিন কীস্তাবস্থা দীর্ঘকাল একই অবস্থায় বর্তমান থাকে। ब्लगहेैोब्रिट्नब आवब्रक एकू ७ निष्की हेउTामि ७ई ऋौडऊानङ खज़ेौछूङ,