পাতা:স্ত্রী-রোগ.djvu/৬২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(£sssbr স্ত্রী-রোগ গ্রীবাতে শুঙ্কিার হওয়া অতি বিরল। কঠিন খাদ্ধারে জাল ও চুলকানী থাকে না । সপ্টখ্যাঙ্কার ও যোনিমুখে হইতে দেখা যায়। পরস্তু বিপরীত পার্থে সংলগ্ন থাকায় তথাতেও শু্যাঙ্কার হয়। এই শ্রেণীর সংখ্যা অনেক ‘ অঙ্গুণী সহ বিষ পরিচালিত হওয়ায় অন্তান্ত স্থানেও তাঙ্কার হইতে পারে। প্রথমে ফুস্কুরির অনুরূপে আরম্ভ হইয়া লাল গওঁী দ্বারা পরিবেষ্টিত প্রায় গোলাকার ক্ষতে পরিণত হয়। স্রাব শুষ্ক হইতে পারে—এমত স্থলে হইলে মামরী দ্বারা আবৃত থাকার সম্ভাবনা । এতদুৎপন্ন বাঘীতে স্ফোটকের অনুরূপ পুয়োৎপত্তি হয়—দীর্ঘকাল কঠিনাবস্থায় থাকে না । ফ্যাজেডিনা।—ীজননেন্দ্রিয়ের ফ্যাজেডিনার কোন বিশেষত্ব नॉडें । ff5f5fGș șefŘzettsisi (Syphilitic Condylomata) ষোনিদ্বারে এইরূপ কণ্ডাইলোমেটা হইতে দেখা যায়। এতৎ সহ অন্ত স্থানেও পীড়া বর্তমান থাকে। রোগনির্গয় এবং চিকিৎসা প্রণালী সাধারণ অস্ত্র চিকিৎসার চলিত প্রণালীর অনুরূপ সুতরাং ওদুল্লেখ বাহুল্য মাত্র। উপদংশ পীড়ার সম্বন্ধে কোন সন্দেহ থাকিলে তাঙ্কা উপদংশ পীড়ার মল—এইরূপ মন্তব্য কখনই প্রকাশ করিবে না। উপদংশ পীড়া নিশ্চিত হইলেও অপর কাহারও সমক্ষে জাহ। প্রকাশ করা অঙ্কুচিত । এইরূপ মন্তব্য প্রকাশ জন্ত অনিষ্ট হওয়৷ অসম্ভব নহে। অনেকের মতে প্রত্যহ তিনবার এক কি দুই গ্ৰেণ মাত্রায় বটিকারূপে আইওডোফরম সেবন করাইলে বিশেষ উপকার হয় t সহ হইলে শীঘ্রই ফল হওয়ার সম্ভাবনা । আইওডাইড পটাশিয়ম, সোডিয়ম, এবং এমোনিয়ম সহ বার্ক প্রয়োগ করিলে সুফল হয়। পারদ সৰ্ব্বোৎকৃষ্ট ঔষধ। সাবধানে প্রয়োগ করিৰে । কুইনাইন