পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ዓ8 স্ত্রী রোগ । fost setzt fetxửfni (Pudendal Heamatoma) ভেষ্টিবিউলের শিরা বিদীর্ণ ও কেীষিকবিধান মধ্যে শোণিত সঞ্চিত হয় । আঘাত, প্রসব, পতন ইত্যাদি কারণে সহসা এক ভগোষ্ঠ স্ফীত, দপ্তাপে, বেদনাযুক্ত হয়। প্রস্রাব তাগ এবং সঙ্গমে কষ্ট হওয়ার সম্ভাবন । ওষ্ঠের আঘাত হইতে শোণিত নির্গত হইতে থাকিলে যোনি মধ্যে ট্যাম্পন ও বহির্দেশে T ব্যাণ্ডেজ বন্ধন করিয়! রাখিবে। বরফ, ফটকিfরর গাঢ় দ্রণ ইত্যাদি প্রয়োগ করা যাইতে পারে। নিঃস্থত শোণিত অভ্যস্তরে সঞ্চিত হইয়। থাকিলে ক্রমে শোষিত হওয়ার সম্ভাবন । পুয়োৎপত্তি গুইলে স্ফোটক চিকিৎসার প্রণালী অবলম্বন করিবে । যোনি দ্বাবে এবং তাঙ্গর আশেপাশে ফাইব্রোমা, লিপোম। প্রভৃতি নানা প্রকৃতির অবদ তইতে দেখা যায়। অষ্টান্ত স্থানের ঐ প্রকৃতির অৰ্ব্বদের লক্ষণদি উপস্থিত হয় । সুতরাং তদ্রুপ চিকিৎসা প্রণালী অবলম্বন করিবে । হাণিয়া ( Hernia ) —পুরুষের যেমন অন্ত্রবৃদ্ধির জন্ত মুস্কস্ফীত হয় তদ্রুপ স্ত্রীলোকে ব যোনি মুখে—ওষ্ঠমধ্যে অন্ত্র অবস্থিত হইলে তাছাও স্ফীত হয়, কিন্তু পুরুষের অনুরূপ তত বৃহৎ হয় না । উক্ত ওষ্ঠমধ্যে অগুশিয়ও অবস্থিত হইতে পারে। ইঙ্গুইন্যাল কেনালের অমুরূপ—কেনাল অব নাক বদ্ধ না হওয়াই ইহার অঞ্চতর কারণ এ উত্তান ভাবে শয়ান করাইয়। ধীরে ধীরে অঙ্গুলীর সঞ্চাপ-কৌশলে বহির্গত অস্ত্রপুনঃ প্রবিষ্ট করাইয়া দিবে। বহির্গত অংশ আবদ্ধ হইয়া থাকিলে কৰ্ত্তন করিয়া স্বস্থানে প্রবেশ করাইতে হয় । এইরূপ অন্ত্রবৃদ্ধি ಡೆ: স্ফোটক বা কোষার্ক, ভ্ৰমে কৰ্ত্তিত হওয়ার দৃষ্টান্ত নিতান্ত বিরল নহে। স্ত্রীলোকের দুইরূপ বিশেষ হার্ণিয়া হয়,—এক ব্রডলিগামেণ্টের সন্মুখ ও যোনিপার্শ দিয়া ওষ্ঠ, দ্বিতীয়—ব্রডলিগামেন্টের পশ্চাৎ দিয়া সরলাস্ত্র ও যোলির মধ্য দিয়া বিপট দেশে স্ফীতত উপস্থিত হয় ।