পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ স্ত্রী-রোগ।


a--س---برم -- س-ایم---- س -----سمبـ

করতঃ কৃষ্ট অংশে বিভক্ত হয়। এক ভাগ ক্লাইটােরিসের মূলদেশে সংযুক্ত হওয়ায় তাহার ফ্রিনাম প্রস্তুত এবং অপর ভাগ তাহার বিপরীত পাশ্বের অনুরূপ অংশের সঠিত সম্মিলিত হইয়। ক্লষ্টিটোরিসের উদ্ধ প্রদেশে প্রিপিটসে পরিণত হয়। ক্ষুদ্র ওষ্ঠ বৃহৎ ওষ্ঠ দ্বারা আবৃত পাকে ; অধিক বর্ষসে বিবর্ণ এবং শুস্কভাব ধারণ করে। অভ্যস্তর পাশ্বে বহু সংখ্যক ক্লেদগ্রন্থি অবস্থিত, তাহা ইষ্টতে গন্ধযুক্ত, পনীরবৎ শ্রাব হয় ও ঐ স্রাব দ্বারা উক্তস্তন আবৃত থাকে। " ক্লাইটোরিস্ –কাট —ক্ষুদ্র, উচ্চ, গুটিকাবৎ প্ৰবৰ্দ্ধন। অগ্র কমিশর হইতে অৰ্দ্ধ ষ্টথ' নিয়ে অবস্থিত । ইহা পুরুষের শিশ্নের অনুরূপ এবং তদ্রুপ গঠন-কপাস কাভারনসম, ইঙ্গিওকাভারনস পেশী, সাসপেনসারী বন্ধনী সংযুক্ত। ইহার গুটিকা পুরুষের গ্ল্যান্স পিনিসের অনুরূপ। সঙ্গম-সুখ অনুভবের কারণ কেবল ইহারই উত্তেজন। মাত্র । e ভেষ্টিবিউল –একটা ত্রিকোণ, মস্বণ, ক্লেদগ্রন্থি বিবর্জিত স্থান । অগ্রে ক্লাইটোরিস, উভয় পার্শ্বে লিম্বীর ভাজ এবং পশ্চাতে যোনিমুখের সম্মুখধার। কতিপয় মিউনিপরাস গ্রস্থির মুখ উন্মুক্ত আছে । মিয়েটস ইউরিনেরিয়স্ —যোনিমুথের সম্মুখ ধারের অল্প উপরে, মধ্য রেখায়, কাইটোরিস হইতে এক ইথ ব্যবধানে, ভেষ্টিবিউলের পশ্চাতে যে উচ্চ স্থান দৃষ্ট হয়, তাহাই মিয়েটস ইউরিনেরিয়স । এই উচ্চতা অঙ্গুলীদ্বারা স্পষ্ট অনুভব করা যায়। মূত্রাশয়ে শলাকা প্রবেশ সম্বন্ধে এই উচ্চতার বিশেষ জ্ঞান থাকা আবশ্যক। পিউবিসের সিম্ফিসিসের তীক্ষু অধঃধারের অব্যবহিত নিয়েই মূত্রনলীর মুখ । যেKন মধ্যে অঙ্গুলীর প্রথম পৰ্ব্ব প্রবেশ করাইয়া উদিকে চাপ দিলে অঙ্গুলীর ঠিক উপরেই মূত্ৰনলীর মুখ অনুভব করা যাইতে পারে। o ইউরিখ। —মূত্রনগী দেড় ইঞ্চ মাত্র দীর্ঘ, যোনির অগ্র প্রাম