পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भूजनानौग९गध८वानि-थाल्लेौ८बब्र cन्काफेक । & S) চিকিৎসা —উচ্ছেদ করাই এক মাত্র চিকিৎস। ফরসেপস দ্বার। ধরিয়া কাচি দ্বার কৰ্ত্তন করিয়া একচুয়ালকটার প্রয়োগ কfরবে। শ্যালভেনোকটারী দ্বারা ও উচ্ছেদ করা যায় । কৰ্ত্তন সময়ে অত্যধিক -শাণিত প্রাব হওয়ার সম্ভাবন। সঞ্চাপ প্রয়োগ করিলেট তাহ বন্ধ হয়। উচ্ছেদে অসন্মত হইলে কাৰ্ব্বলিক এসিড, নাইটিক এসিড কিম্বা ক্রেমিক এসিড প্রয়োগ করবে। এইরূপ ঔষধ কয়েকবার প্রয়োগ না করিলে উদ্দেশ্য সফল হয় না । মূত্রনালীসংলগ্নযোনি-প্রাচীরের স্ফোটক (Abscess in the Urethro-Vaginal Septum) —wfeatstons fon, মুত্রনালীর বিবদ্ধিত থলীবৎ অংশ, মূত্রনালীর গ্রস্থির শ্রাব অবরুদ্ধ হইয়। সঞ্চয়, স্কিনের নলের প্রসারণ ও অবরোধ, মূত্রনালীমধ্যে পাথরী আবদ্ধ হওয়ায় তৎস্থান থলীর অনুরূপ গঠনে পরিণত, আঘাত জন্য শ্নৈৰ্ম্মিক ঝিল্লির ক্ষত, এবং কোষার্বুদমধ্যে পুরোৎপত্তি হওয়ার পর মূত্রনালী মধ্যে বিদারণ ইত্যাদি ঘটনায় এই স্থানে ক্ষুদ্র গহবর সমম্বিত স্ফোটকের উৎপত্তি হয়। গার্টনার নলের যোনিপ্রাচীরস্থিত অংশ মূত্রনালীর মুখের সন্নিকটে অসিয়া শেষ হইয়াছে, ইহার উদ্ধাংশ অবরুদ্ধ এবং নিম্নাংশে স্রাব সঞ্চিত হইলেও ইউরিপ্রোভেজাইগুলি সেপ্টমে স্ফোটক হইতে পারে । , * te লক্ষণ ;—যে কোন বয়সে এইরূপ স্ফোটক হইতে পারে । ইহার প্রধান লক্ষণ মুত্রত্যাগ সময়ে বেদন', এমোনিয়ার গন্ধযুক্ত বা পুর মিশ্রিত মুত্রস্রাব । এইরূপ লক্ষণযুক্ত স্ত্রীলোকের সম্মুখ যোনি-প্রাচীরের মধ্যরেখায়—মুত্রনালীর মুখ হইতে এক চতুর্থাংশ ইঞ্চ পশ্চাতে—বড় মটরের অম্বরূপ আয়তনবিশিষ্ট—তলতলে থলির অনুরূপ অর্বুদ দৃষ্ট হয়। বৃহৎ হইলে কুকুট ডিম্বৰৎ আয়তনবিশিষ্ট হয়। সঞ্চাপে টনটনানি অনুভূত হইতে পারে । অঙ্গুলিসঞ্চাপে তরল দ্রব্যের তরঙ্গ অনুমিত হয় । সঞ্চাপ ©ty