পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রী-জননেন্দ্রিয়। রের সহিত সংলিপ্ত, ঐ স্থানে অঙ্গুণীদ্বারা অনুভব করা যায়। 'পৈশিক এবং ইরেক্টাইল তন্তুতে নিৰ্ম্মিত। যথেষ্ট প্রসারিত হইতে পারে। তৰ্জ্জন্ত অশ্মরী বহির্গত কর। সহজ । ভেজাইন্যাল অরিফিস্ —যোনি মুখ।—মুত্রনলীর মুখের অব্যবহিত নিমেই অবস্থিত, কুমারীদিগের গোলাকৃতি, কিন্তু সঙ্গম এবং সপ্তান হওয়ার পর বিস্তৃত অবস্থায় থাকে। যোনি মুখ যোনি অপেক্ষা অপ্রশস্ত । কুমাৰীদিগের ধোনি-মুখ অল্পধিক পরিমাণে এক খণ্ড শ্লৈীষ্মক ঝিল্লিদ্বারা আবৃত থাকে । এই ঝিল্লি খণ্ডের নাম হাঙ্গমেন । হাইমেন –সতীচ্ছদ –অধিকাংশ স্থলেই চন্দ্রকলা (ক্রিসেন্ট). আকারে যোনিমুপ আবৃত করিয়া থাকে। ঝিল্লির মুক্সিদিক উদ্ধাভিমুখ । কখন গে।া করে পরিবেষ্টন করিয়া থাকে, কেবল কেন্দ্রস্থলে একটী ( এনিউaার ) ছিদ্র থাকে মাত্র, কখন ব৷ বহু ছিদ্র।বশিষ্ট ( কিত্রিফরম হাইমেন) একেবারে কোন ছিদ্র ন৷ থাকিলে (চমপারফোরেট) আৰ্ত্তব শ্রাব আবদ্ধ থাকার সস্তাবনা । সতীচ্ছদ কাহার ও পাতলা এবং কাঠারও স্থল, বা স্থিতিস্তাপক ইষ্টতে পারে । প্রথম সঙ্গমে, কোন আকস্মিক ঘটনায় বা পীড়া জন্য স গ্ৰীচ্ছদ বিনষ্ট ছয় । সুতরাং সতীস্থদের অভাব ও ইলেই অসতী বলা যাইতে পারে না , সতীচ্ছদ থাকা সত্বে • গর্ভ ইতে পারে। ইহা কখন কখন এত দৃঢ় হয় যে, অস্ত্রদ্বারা কৰ্ত্তন না করিলে সঙ্গম হইতে পারে না। ক্যারঙ্কিউলী মারটিফরমীস্ —সতীচ্ছদ ছিন্ন ঠষ্টলে তাঙ্গার সংলগ্ন স্থানে কতক গুলি মাংসল গুটিকায় পরিণত হয় । সাধারণতঃ ༢ ྋ4 ཨེ་ গুটিক দেখিতে পাওয়া যায় । ডাক্তার ম্যাকনাটোনজোন্স মহাশয়ের মতে কেবল গর্ভধারণের ফলেই ক্যারঙ্কিউলী মাটিফরমীস উৎপন্ন হয় । ভালভো-ভেজাইল্ডাল গ্ল্যাণ্ড –ভগযোনি গ্রস্থি –ইহার