পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধ্যত্ব । * Koo Y ۳ --مصمیمفعہ مسw করায় সুফল হইযgছ । স্বামীসম্বন্ধে নিম্নলিখিত কযেকটা বিষয় অমুসন্ধান করা উচিত । (১) শিশ্ন সবলে উদ্রিক্ত হয় কি না ? (২) স্বপ্নদোষ আছে কি না ? (৩) সঙ্গম সময়ে শুক্র নির্গত হয় কি না ? (৪) সঙ্গমেচ্ছামাত্র শুক্র স্থলন ছয় কি না ? (৪) অসম্পূর্ণ সঙ্গম অর্থাৎ সঙ্গম ক্রিয় শেষ না হইতেই শিশ্ন কোমল ও সঙ্কুচিত হয় কি না । (৬) সঙ্গম সময়ে বিশেষ স্পর্শ জ্ঞান বোধ হয় কি না ? (৭) সঙ্গম সময়ে শিশ্নে বেদন বোধ হয় কি না ? (৮) প্রষ্টেট গ্রন্থিতে কিম্ব তংলগ্ন মূত্রনালীতে কোন পীড়া আছে কি ন ? (৯) হস্তমৈথুন অভ্যাস আছে কি না ? (১০) মুত্রনালীর কোন স্থানে সংবৃত্ত্বি আছে কি না ? (১১) শিশ্ন উত্রিক্ত হইলে সন্মুখের ত্বক অত্যন্ত কষ। কয় কি না ? পুরুষ সঙ্গমক্ষম হৃষ্টলেই যে জনন শক্তি সম্পন্ন হয়,তাহ নছে । প্রবল সঙ্গমক্ষম পুরুষের ও শুক্রে স্পারমেটোজোয়া না থাকিতে পারে । এই প্রকৃতির পুরুষ ধ্বজভঙ্গ (Impotence) নহে ; অথচ বন্ধ্য । ইউরোপে ছয় জন পুরুষের মধ্যে এক জন বন্ধ্য । অম্মদেশের প্রকৃত সংখ অনিশ্চিত। তবে ইহ। নিশ্চিত যে, আমরা যত বন্ধ্য স্ত্রী চিকিৎসার্থ প্রাপ্ত হই, তাহার এক অষ্টমাংশের বন্ধত্বের কারণ স্বামীর জনন শক্তির অভাব । এমতও অনেক দৃষ্টান্ত দেখিতে পাওয়া যায় যে, স্ত্রী পুরুষের কেহই বন্ধা নহে । কেবল পরস্পর পরস্পরের উপযুক্ত না হওয়ায় সস্তান হয় নাই । উভয়ে বিচ্ছিন্ন হইয়া পত্যস্তর এবং দারাস্তর পরিগ্রহ করায় উভয়েরই সস্তান হইয়াছে। মুস্ক, শিশ্ন, অওশিয়, জরায়ু আদির আজন্ম অভাবজনিত নপুংসকত্ব চিকিৎসার আয়ত্তাধীন নহে কিন্তু মেঢ়, ত্বকের সংকীর্ণতা কিম্ব। জরায়ু খের সম্পূর্ণ অবরোধজনিত বন্ধুত্ব ইত্যাদির চিকিৎসার প্রতিকার হইতে পারে ।