পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

opO8 স্ত্রী-রোগ পরিমাণ ক্রমে ক্রমে অল্প ও তাই জগৰৎ তরল এবং স্পারমেঠোজোয়। বিহীন হয়—সাধাবণ শ্রাব নিঃসরিক গ্রস্থির প্রাবের অনুরূপ। এইরূপ ঘটনার স্থলে দীর্ঘকাল সঙ্গম পরিবর্জন করিলে পুনৰ্ব্বার শুক্র গাঢ় এবং স্পারমেটােজোয়া সমন্বিত হইতে পারে । বন্ধ্যত্বের উচ্চাই কারণ সন্দেহ eচলে স্ত্রীপুরুষের পরস্পর দীর্ঘকাল পৃথকভাবে স্বাস্থ্যকর স্থানে বাস করিতে উপদেশ দিবে। আর্বব স্লাবের পর অল্প দিবস সন্মিলনই গর্ভোৎপত্ত্বির পক্ষে প্রশস্ত ; স্ত্রীলোকের সস্তান হওয়ার বয়সে স্থলাঙ্গী হওয়া বন্ধত্বেব অপর একটী কারণ এক দেহে একই সময়ে মেদ এবং সস্তানোৎপত্তি সস্তাবনীয় নহে । স্বাস্থ্যোল্পতিসহ খাদ্যে শ্বেতসার ও শর্করার পরিমাণ হ্রাস এবং যথেষ্ট পরিশ্রমের ব্যবস্ত করিলে মেদের পরিমাণ হ্রাস হইতে পারে । শরীর ক্লশ হইলেই সস্তান হওয়ার সম্ভাবন । জরায়ুর সন্মুখ বা পশ্চাৎ বক্রতার জন্ত ও বন্ধ্যা হইতে পারে । জরায়ু স্বাভাবিক অবস্থায় অবস্থিত হইলেই সস্তান হয়। এতদ্বিষয় পূৰ্ব্বেই উল্লেখ করা হষ্টয়াছে । জরায়ুর অভ্যস্তরস্থিত ঝিল্লির নানা প্রকৃতির প্রদাঙ্গ এবং গ্রীবার বিবৃদ্ধি, ল্যাসারেশন, ক্ষত, প্রদাঙ্গ ইত্যাদিও সস্তানোৎপত্তির বিঘ্নোৎপাদক । প্রদাহ বিস্তৃত ইষ্টয় ফেলোপিয়ন নল এবং পেরিটোনিয়ম আক্রমণ করিলে স্ত্রীলোক বন্ধ ছয় ইহার চিকিৎসা ইত্যাদি পূৰ্ব্বেই উল্লেখ করা হইয়াছে। যোনির অসুস্থ স্রাব জন্ত স্ত্রীলোক বন্ধ্য হয় । এইরূপ শ্রাব সংস্পর্শে শুক্রের জীবাণুর জীবনীশক্তি বিনষ্ট হয় । যোনির স্রাব দূষিত কি না, তাহা পরীক্ষা করিয়া উপযুক্ত চিকিৎসায় আরোগ্য করিতে যত্ন করিৰে। জমনেজিয়ের অভ্যন্তরে কোন স্থানে সৌত্রিক অৰ্ব্বদ ইত্যাদি বর্তমান থাকিলেও গর্ভের বিঘ্ন হইতে পারে। প্রমেহ পীড়ার জন্ত ৰোনি, জরায়ু ফেলোপিয়ানল, অওশিয় এবং