পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●●● স্ত্রী রোগ । আৰ্ত্তবভ্রাব রোধ জন্য অক্ষি স্নায়ুর প্রদাহ–চক্ষে ও কপালে বেদন, মুখমণ্ডলের পেশীর আক্ষেপ, দস্তপূল, শিরঃপুল ; আৰ্ত্তবভ্রাবের পূৰ্ব্বে স্তনে অস্থায়ী রক্তাধিক্য, কটিদেশে বেদন, হৃদকম্প, বিবমিষা, মলমুত্রাশয়ের কষ্ট ইত্যাদি উপস্থিত হওয়াই ইহার দৃষ্টান্ত । এই সমস্তই অবিলবের বিঘ্ন কিম্ব অণ্ডাশয় ও জরায়ুর স্বাভাবিক ক্রিয়ারোধের পরম্পরিত লক্ষণ মাত্র। সাধারণতঃ এই বলিলেষ্ট যথেষ্ট হয় যে, অনেক স্তলে স্ত্রীলোকের অসুস্থতার কারণ কেবলমাত্র জবায়ুর অসুস্থত । জরায়ুর এবং অণ্ডাশয়ের অনুস্থত হইতে অনেক পীড়ার স্বত্রপাত হইয়া থাকে । জননেন্দ্রিয় মুস্ত থাকিলেই অনেক স্থলে স্ত্রীলোকের দেহ এবং মন মুস্থ থাকে । স্থানিক পীড়ার জন্য উৎপন্ন লক্ষণ স্থানিক চিকিৎসায় আরোগ্য হয়, কিন্তু স্নায়ুমণ্ডলের অসুস্থতার জন্ত উৎপন্ন লক্ষণ স্থানিক চিকিৎসায় আরোগ্য হয় না । অথচ অনেক স্থলে উভয়ের পার্থক্য নিরুপণ অত্যস্ত কঠিন । কারণ, স্ত্রীলোকের কৌলিক ধাতুপ্রকৃতি, বাল্য-শিক্ষা এবং সৰ্ব্বদা অন্তঃপুরে অবস্থান জন্ত স্নায়ুমণ্ডল এত পরিবর্তিত হয় যে, তাহ। পুরুষের মায়ুমণ্ডল অপেক্ষ স্বতন্ত্র প্রকৃতি ধারণ করে—অত্যন্ত দুৰ্ব্বল হয়। জননেন্দ্রিয়ই স্ত্রীলোকের বিশেষ যন্ত্র, তজ্জন্ত অন্তান্ত যন্ত্রের পীড়া অপেক্ষ এই যন্ত্রের পীড়ায় স্নায়বীয় লক্ষণ সমূহ প্রবলভাবে উপস্থিত হয় । গুরুতর পরিশ্রমের কার্য্যে লিপ্ত না থাকায়, পীড়ার বিষয় চিস্তা করার পর্য্যাপ্ত সময় প্রাপ্ত হইয়া সৰ্ব্বদা কেবল তদ্বিষয়ই পর্য্যালোচনা করিতে থাকে, তজ্জন্ত দুশ্চিস্তায় স্নায়ুমণ্ডল আরও দুৰ্ব্বল ও প্রত্যাবৰ্ত্তক লক্ষণ সমূহ আরও প্রবল হয়। উপযুক্ত পত্নী ও পুত্রবতী হওয়া স্ত্রীজীবনের প্রধান মুখ ও সৰ্ব্বোচ্চাকাঙ্ক্ষা ; অনেক স্থলে জননেন্দ্রিয়ের সুস্থতার উপর ঐ মুখ নির্ভর করে, যে কোন কারণে উছার বিঘ্ন হইলে মনঃকষ্টে স্নায়ুমণ্ডল অবসাদগ্ৰস্ত—পীড়িত এবং সামান্ত ঘটনায় গুরুত্তর