পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- 曙 স্ত্রী-রোগ । অপর নাম ভালভার বা বারথোলিনীর গ্ল্যাও —পুরুষের কাউপারের গ্রন্থির অনুরূপ। যোনিমুখের পশ্চাদিকের সন্নিকটে, উপরিস্থিত পেরিনিয়েল ফেসিয়ার নিয়ে বর্ভুল বা বাদামী আকৃতির ও তদ্রুপ আয়তন বিশিষ্ট দুইটা গ্রন্থি অবস্থিত। ইষ্ঠা স্বত্রকোৰ্ষিক ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত । অভ্যস্তর পীতাভ শুভ্রবর্ণ, সুহ্ম স্বক্ষ নল সমন্বিত ; ইহা হইতে সাধারণ নল উৎপন্ন হয় । সাধারণ না অৰ্দ্ধ ইঞ্চ দীর্ঘ, সতীচ্ছদের সংলগ্ন স্থলে উন্মুক্ত হয় । ইঙ্গর সহিত অণ্ডাধারের বিশেষ সম্বন্ধ আছে । চটচটে গঢ় রস স্রাব হয় এবং সেই স্রাব দ্বার। ঐ স্থান পিচ্ছিল ভাবাপন্ন থাকে, কিন্তু সৃঙ্গম সময়ে বিটপের পৈশিক আক্ষেপ জন্ত স্রাব বেগে বহির্গত হয় । ফস নেভিকিউলেরিস –হাইমেনের অব্যবহিত পশ্চাতে এবং পেরিনিয়মের সম্মুখে ক্ষুদ্র নিম্নস্তান, সস্তান হইলে ইঙ্গ বিলুপ্ত হয় । পেরিনিয়ম |—বিটপদেশ —যোনি ও মলদ্বারের মধ্যবৰ্ত্তী স্থান । নুনাধিক দেড় ইঞ্চ দীর্ঘ। মিডিয়ান রাফী দ্বার দুই অংশে বিভক্ত। প্রসব সময়ে বিস্তৃত হয় । সম্মুখোদ্ধে ঘোনি ও পশ্চাদুৰ্দ্ধে সরলাস্ত্র এবং নিম্নে ত্বক, ইহার মধ্যবর্তী ত্রিকোণ স্থানে দৃঢ় স্থিতিস্থাপক ংযোগ-তত্ত্ব দ্বারা পরিপূর্ণ উচ্চতা নিৰ্ম্মিত হয়। ইহাই পেরিনিয়েল বউী । এই স্থানে লিভেটার’এনাই ও বাহ পেরিনিয়াল পেশী সম্মিলিত । ভলভার শোণিত-বাহিকা ও স্বায়ু —পূৰ্ব্ব-বর্ণিত স্থান সমূহে যথেষ্ট পরিমাণে শোণিত-বাহিকা ও স্বায়ু বৰ্ত্তমান থাকে। ক্লাইটোরিস যেমন ইরেকটাইল তন্তু দ্বারা নিৰ্ম্মিত, ইহাও তদ্রুপ । বালব। ভেষ্টিবিউলে উক্ত তত্ত্বর সংখ্যা অধিক, তথা হইতে যোনির উভয় পার্থে বক্র শিরা জাল বিস্তৃত । উত্তেজনায় ইরেকটাইল তন্তু উন্নত হয় । _. বালব অব ভেজাইন —ক্লাইটোরিসের মূল হইতে ধোনিমুখের সন্মুখস্থিত কুঞ্চিত গুটিকার পাশ্ব দিয়া পূৰ্ব্ব-বর্ণিত শিরা সমূহ গমন করতঃ যোনিমুখের উভয় পাশ্বে পূর্ণতা প্রাপ্ত হইয়া পুনৰ্ব্বার