পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्ली-छनरनडिप्लग्न * অপেক্ষাকৃত স্বক্ষ হয়, ইহাই বালব অব ভেজাইনা। এতদ্বারা যোনিমুখের সম্মুখ এবং উভয় পাশ্ব পরিবেষ্টিত, কেবল পশ্চাদেশে নাই । যোনির উভয় পার্শ্বে দৃষ্ঠে দুইটা শোণিতপুর্ণ জলেীকার অনুরূপ। ইহাদিগের প্রত্যেকের দৈর্ঘ্য ১৫০ ও স্কুলত্ব ০:৫০ ইঞ্চ, কিন্তু সকল স্ত্রীলোকেরই একরূপ হয় না । বাহদেশ কুজ এবং যোনির সঙ্কোচক পেশী দ্বারা আবৃত, এই গঠন পুংশিশ্নের কর্পোরা স্পঞ্জিওসমের অনুরূপ ; ইণ্টারদ্যাল পিউডিক ধমনী হইতে শাখা প্রাপ্ত হয়। ভেজাইনা !—যোনি ।—যোনি দ্বারা বাহ এবং অভ্যস্তর জননেন্দ্রিয় পরস্পর সম্মিলত। যোনিমুখ হইতে আরম্ভ হইয়া জরায়ু-গ্রীবায়, সংলগ্ন । যোনি স্ত্রীলোকের প্রধান সঙ্গম-ইন্দ্ৰিয় । এতদ্বারা শুক্র জরায়ু মধ্যে প্রবিষ্ট এবং আর্ক্সব প্রভৃতি শ্রাব ও সস্তান বহির্গত হয়। স্থূলতঃ বলা যাইতে পারে যে, ঘোনি বস্তিগহবরের অক্ষ রেখায় সংস্থিত। কিন্তু যোনিমুখ অল্পসন্মুখে অবস্থান করে। নিম্নাপেক্ষ উদ্ধে এবং গ্রীবার সন্নিকটে অধিক প্রশস্ত, অধিক সন্তান হইলে আরও বিস্তৃত হয়, তজ্জন্ত এই স্থান ভেজাইন্যাল ব্যাগ নামে অভিহিত । যোনি পশ্চাদুদ্ধ হইতে নিম্নসম্মুখাভিমূপে বক্র, সন্মুখ ভাগ ঈষৎ মুক্তি, প্রায় গুণ্ডাকৃতি । প্রাচীর পৈশিক ঝিল্লিতে নিৰ্ম্মিত, উভয় পাশ্বের প্রাচীর পরস্পর সংস্পর্শে অবস্থান করে, সুতরাং কেনাল বলিলে যে ভাব ব্যক্ত হয়, ভেজাইন্তাল কেনাল বাস্তবিক তদ্রুপ নহে। কেবল বাহ বস্তু প্রবেশ, দুৰ্ব্বলতা, বাৰ্দ্ধক্য বা অপর কোন কারণ বশতঃ প্রাচীর পরস্পর পৃথক হটলে নলের আকার ধারণ করে । এই প্রাচীর স্থিতিস্থাপক, প্রসারণশীল, বিশেষতঃ প্রসব সময়ে অত্যন্ত প্রসারিত হয়। সন্মুখ প্রাচীর আড়াই ইঞ্চ দীর্ঘ, জরায়ুগ্ৰীবার সম্মুখ নিম্নাংশে এবং পশ্চাৎ প্রাচীর তিন ইঞ্চ দীর্ঘ, জরায়ুগ্ৰীবার পশ্চাদুৰ্দ্ধাংশে সংলগ্ন। সন্মুখ প্রাচীর মূত্রাশয়ের পশ্চাৎ প্রাচীরের সহিত এরূপ দৃঢ় ভাবে সংলগ্ন যে,