পাতা:স্ত্রী-রোগ.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झैंो-छन।एनक्विग्न । * > অন্তক্ৰ যাইতে পারে । গ্রীব, অপেক্ষ ফওস অধিক স্থানভ্রষ্ট হইয়া থাকে ; কারণ গ্রীবার সহিত দেহের সংযোগস্থল শোণিত-বাহিক দ্বারা কসাভাবে পরিবেষ্টিত । তজ্জন্ত অগ্র পশ্চাৎ কোন দিকে সামান্ত স্থানভ্রষ্ট হইলে অবরোধ জন্ত রক্তাধিক্য, রক্তাধিক্য জন্ত রসসঞ্চয়, রসসঞ্চয় জন্ত ক্রমে গুরুত্বাধিক্য বশতঃ ফওস এক দিকে নত হইয়। পড়ে। গহবর বিকৃত হইয়া নানা পীড়ার আবাসভূমিরূপে পরিণত হয় । গ্রীবার সম্মুখে মুত্রাশয় ও যোনি থাকায় ফওসের স্তায় সহজে স্থানভ্রষ্ট হয় না সত্য, কিন্তু অনেক স্থলেই ফওসের বিপরীত পাশ্বে উত্থিত হয় । '. ৩য় চিত্র। বত্তিগহ্বরস্থিত যন্ত্রসমূহের পরস্পর সম্বন্ধ ও অবস্থান। মূত্রাশয় অত্যধিক মূত্রপূর্ণ হওয়ায় তাহার সঞ্চাপে জরায়ু পশ্চাদিকে স্থানভ্রষ্ট হইয়াছে। ডগলাস পাউচের মধ্যে ওভেরিয়ান অর্বুদ, সিষ্ট, জরায়ুর বাহিরে গর্ভ সূঞ্চার, অস্ত্রাবরক মধ্যে শোণিত সঞ্চয়, পশ্চাৎ প্রাচীর স্থল প্রভৃতি ঘটনায় সমগ্র জরায়ু পিউবিসের সন্নিকটে আইসে । এইরূপ নান బ్రీజ్గా