পাতা:স্ত্রী-রোগ.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রী-রোগ । وق٩وج এতদ্বার। রন্ধ, আবৃত থাকে এই ঝিল্লি রক্তাভ ধূসরবর্ণ, সামান্ত স্বচ্ছ এবং সৰ্ব্বাপেক্ষ স্থল । জরায়ুর বন্ধনীর সংখ্যা প্রত্যেক পাশ্বে তিনটীর হিসাবে ছয়ট, ব্রড লিগামেণ্ট, রাউণ্ড লিগামেণ্ট, ইউটিরো-সেক্রাল এবং ইউটিরো ভেজাইনেল । ব্রড লিগামেণ্ট পেরিটোনিয়মের দুই স্তলক দ্বারা নিৰ্ম্মিত, জরায়ুর পাশ্বধরে হইতে বস্তি-প্রাচীর পর্য্যন্ত বিস্তৃত । এতদ্বারা বস্তিগহবর অসুপ্রস্থভাবে দুই অংশে বিভক্ত হয় । সম্মুখাংশে মূত্রাশয় এবং পশ্চাতে সরলাস্ত্র অবস্থিত। ব্রড লিগামেন্টের উদ্ধাংশে তিনটা পৃথক পৃথক ভাঁজ ; অগ্র ভাজমধ্যে রাউণ্ড লিগামেণ্ট, মধ্য ভজে অণ্ডবস্থানল, পশ্চাতের ভাঞ্জমধ্যে অণ্ডাধীর অবস্থিত । এই অবস্থার দৃপ্ত কিয়দংশে বাদুড়ের পাথার অনুরূপ। এই বন্ধনীর স্তবক দ্বয়ের অভ্যস্তরে জরায়ুর শোণিত ও লসীক বাহিকা, স্নায়ু এবং পেলভিক ফেসিয়া সম্মিলিত, শিথিল কোধিক বিধান এবং উলফিয়ান্‌ বড়ীর অবশিষ্ট—পারভেরিয়াম বৰ্ত্তমান থাকে। ব্রড লিগামেণ্টেব মধ্যস্থিত পৈশিক স্বত্র সমূহ জরায়ুর পাশ্ব হইতে আরম্ভ হয় । ইহা প্ল্যাটিশম মাইওডিস পেশীর দ্যায় পাতলা । এই সমস্তের দ্বারা জরায়ু ও তৎসংশ্লিষ্ট যন্ত্র সমূহ সম্পূর্ণরূপে আবৃত, কিন্তু ইগর যথার্থ ক্রিয় কি তাহ স্থির হয় নাই, তবে জনন এবং সঙ্গম উভয়েরই সাহায্য করে । রাউণ্ড লিগামেণ্ট পৈশিক স্বত্রদ্বারা নিৰ্ম্মিত । জরায়ুর উৰ্দ্ধধরে হইতে আরম্ভ হইয় ইঙ্গুষ্টদ্যাগ চিত্র মধ্যে কোধিক বিধান সহ সম্মিলিত হয় । ইহাতে ঐচ্ছিক পেশী-স্বত্র, সংযোগ-তন্তু, শোণিত-বাহিক এবং স্নায়ু প্রভৃতি বর্তমান থাকে। পৈশিক স্বত্রসমূহ ইণ্টারনাল ওবলিক, ট্রান্সভার্সিলিস, বাহ রিংএর কলম হইতে প্রাপ্ত হয়। ইহার স্বত্র সমুকের গঠন এবং অবস্থ দৃষ্টে অনুমান করা যাইতে পারে :