পাতা:স্ত্রী-রোগ.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sb' স্ত্রী-রোগ । জরায়ুর, নানাবিধ অস্বাভাবিক অবস্থা দেখা যায়। তদ্বিবরণ পরে বর্ণনীয় । ফেলোপিয়ান টিউব বা ওভিডক্ট। অর্থাৎ অগুবহানল – এই নল অন্যান্ত স্রাবকগ্রন্থি সমূহের নলের সদৃশ, কেবল বিভিন্নত এই যে, ইহা গ্রস্থির সহিত তদ্রুপ সম্মিলিত নহে । পুংজননেন্দ্রিয়ের ভাসাডিফারেনসিয়ার অমুরূপ। জরায়ু হইতে শুক্র অণ্ডাধারে এবং অণ্ডাধার হইতে অণ্ড জরায়ুগহবরে আনয়ন, এই উভয় কাৰ্য্য সম্পন্ন করে । এই নল অত্যস্ত সঞ্চালনীয়, জরায়ুর উদ্ধ দুই কোণ হইতে দুই পাশ্বে দুইটী আরম্ভ হইয়া অসুপ্রস্থ ভাবে বাহদিকে, নিম্নদিকে, তৎপর বাহ, পশ্চাৎ ও অভ্যস্তরদিকে গমন পুৰ্ব্বক অণ্ডাধারের সন্নিকটে উপস্থিত এবং ঝালরবৎ বহু শাখায় বিভক্ত হইয়া বস্তি-প্রাচীরের পাশ্ব পৰ্য্যন্ত উপস্থিত হয়। প্রথমাংশ সরল, শেষ অংশ বক্র । ‘ব্রডলিগামেণ্টের মধ্যে—সম্মুখে রাউণ্ডলিগামেণ্ট, পশ্চাতে অণ্ডাধারের লিগামেণ্ট, মধ্যস্থলের উদ্ধে দড়ার স্তায় অমুভবনীয় নল । বাহ অস্তের অসংখ্য শাখার মধ্যে একটা অপেক্ষাকৃত বৃহৎ ও পরম্পরিতভাবে পেরিটোনিয়মের ভঁাজ দ্বারা অণ্ডাধারের প্রদেশের সহিত সম্মিলিত । এই অংশের নাম ইনফণ্ডিবিউলো-ওভেরিয়ান-ফিম্বি য় ( ৫ম চিত্র ) । ইহার অভ্যন্তরে উন্মুক্ত ছিদ্র থাকে। অগুনর্গম সময়ে এই ঝালরবৎ অংশ দ্বারা অণ্ডাধার আংশিক পরিবেষ্টন পুৰ্ব্বক ধৃত এবং অওনলমধ্যে গৃহীত হয়। প্রত্যেক ডিম্বনলী ৪ হইতে ৬ ইঞ্চ লম্বা। ফেলোপিয়ন টিউবের আরম্ভ স্থানের আয়তন প্রায় , ইঞ্চ, পরে ক্রমশঃ স্থূলতার বৃদ্ধি হয়, অবশেষে পুনরায় সরু হইয়া পূৰ্ব্বোক্ত বাহ অন্তে মিলিত হয়। এই নলের আরম্ভ মুখ অষ্টিয়ম ইউটেরাইনম এবং বাহ মুখ অষ্টিয়ম এবডোমেনিলিস কহে। এই স্থানে ইহার রন্ধু অতি স্বল্প। এই নলদ্বয় প্রধানত: পৈশিক • তন্তুতে নিৰ্ম্মিত । ইহাদের আভ্যন্তরীণ