পাতা:স্ত্রী-রোগ.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়। جسسسسسمه. ويمسسسسسه রোগ-পরীক্ষণ । কোন রোগিণী চিকিৎসার্থে আসিলে সতর্কভাবে যথার্থ রোগ নির্ণয় করা চিকিৎসকের সর্বপ্রধান কৰ্ত্তব্য । রোগ নির্ণয় হইলে তৎপর চিকিৎসার প্রবৃত্ত হওয়া উচিত। অনাবশ্যকীয় স্থলে জননেক্রিয় পরীক্ষা দ্বার স্ত্রীলোকের লজ্জাশীলতায় হস্তক্ষেপ করা যেরূপ দূষণীয়, যথার্থ রোগ নির্ণয় না করিয়া চিকিৎসা করাও তদ্রুপ। যথোপযুক্তভাবে পরীক্ষা না করিয়া চিকিৎসা করার জন্তই অম্মদেশে স্ত্রীরোগ-চিকিৎসা সুফল প্রদান করিতেছে না । জরায়ুর পলিপস, মারাত্মক পীড়া বা রজ:কৃচ্ছতার জন্ত যোনি হইতে শোণিতশ্রাব ; জরায়ুর স্থানচ্যুতি, সৌত্রিক অর্বুদ কিম্বা বস্তিগহবরের রক্তর্বিদ জন্ত মুত্রাশয়-উত্তেজনা ; এবং বস্তিগহ্বরের অৰ্ব্বদ, তরল দ্রব্য সঞ্চয় অথবা জরায়ুর স্থানভ্রষ্টতার জন্ত মলত্যাগের কষ্ট হইতে পারে । কিন্তু ইহার কোন পীড়াই বস্তিগহবরস্থিত যন্ত্র সমূহের যথাতখ পরীক্ষা ব্যতীত নির্ণয় হইতে পারে না, স্বতরাং কেবলমাত্র লক্ষণ সমূহের বিবরণ বাচনিক অবগত হইয়া চিকিৎসা করিলে অপযশু; স্বীকার করিতে হুইবে, তাহ সহজ-অনুমেয় । পবিত্রচিত্তে কেবল আবশুর্কীয় অংশমাত্র পরীক্ষা করিৰে । সাধারণ পরীক্ষার জন্থ উপযুক্ত শয্য, মাপের ফিতা, ষ্টেথসকোপ, ভেজাইভাল স্প্যাকুলাম, স্প্যাকুলামফরসেপস, বিশুদ্ধ তুলা, জরায়ুর সাউণ্ড, ওলিভার টেষ্ট কাগজ, এবং থারমোমিটার আবশুক । বিশেষরূপ পরীক্ষা করিতে হইলে কোকেন, ক্লোরফরম, এম্পিরেটিং