পাতা:স্ত্রী-রোগ.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८ब्रां★ां-नईौ क्रां । গুরুতর স্নায়ৰীয় লক্ষণ—আক্ষেপ, শিরঃশূল, মানসিক বিকৃতি প্রভৃতি উপস্থিত হইতে পারে। কিন্তু বাৰ্দ্ধক্যাবস্থার স্বত্রপাতেই ঐ সমস্ত অসুস্থাবস্থা অপসারিত চইতে পারে । আৰ্ত্তবস্ত্রাব আরম্ভ ও শেষ হওয়ার মধ্যবষ্ট বয়সে, আৰ্ত্তবম্রাব সম্বন্ধীয় বিবিধ পীড়া, জননেন্দ্রিয়ের প্রদাহ, স্থানভ্রষ্টতা, পরস্তু সধবা স্ত্রীর সঙ্গম-সংশ্লিষ্ট কোনরূপ পীড়া উপস্থিত হুইতে পারে। গর্ভ এবং গর্ভস্রাব —পুনঃ পুনঃ গর্ভধারণ জহু সাধারণ স্বাস্থ্যের এবং জরায়ুর পরিবর্তন উপস্থিত হয়। এই অবস্থায় জরায়ুগ্রীবার বিদারণ, অসম্পূর্ণ সঙ্কোচন, ফিশ,লা, মূত্রাশয়ের অস্বস্থত, স্তনের. পীড়া ইত্যাদির বিষয় অনুসন্ধান করা আবশুক । অভ্যাস বা উপদংশ জন্ত পুনঃ পুনঃ গর্ভস্রাব হইতে পারে । অলক্ষিতভাবে মূত্রযন্ত্রের পীড়াও বর্তমান থাকা আশ্চৰ্য্য নহে, তজ্জন্ত মূত্রের অগুলাল ইত্যাদির পরীক্ষা কর। বিধি । উপদংশ সম্বন্ধে সতর্কভাবে পরীক্ষা করা আবশুক । ব্যবসা এবং অভ্যাস —গুরুতর পরিশ্রম এবং আলস্ত পরতন্ত্রত উভয়ই পীড়ার কারণ হইতে পারে। পরণ পরিচ্ছদ, ক্ষুধা, খাদ্য এবং অন্তান্ত বিষয় অনুসন্ধান করিয়া দেখিবে যে, তাঙ্গার সঞ্ছিত বৰ্ত্তমান পীড়ার কোন সংস্রব আছে কি না । ঋতু —যুবতীদিগের আর্তবভ্রাবের প্রকৃতি, পরিমাণ এবং নিয়মিতত্ব সম্বন্ধে স্থির সিদ্ধাস্ত করা অত্যন্ত কঠিন। উপযুক্ত উত্তর প্রায়ই পাওয়া যায় না । গর্ভ হইয়াছে কি না, তাহ সতর্কভাবে স্থির কর কৰ্ত্তব্য । আত্মীয়দিগের নিকট হইতে যথার্থ বিষয় অবগত ইষ্টতে চেষ্টা করা উচিত। চিকিৎসাধীনে আইসার পর সুবিধা হইলে আৰ্ত্তবভ্রাবের প্রকৃতি, পরিমাণ, বেদন এবং অন্তান্ত বিষয় সম্বন্ধে বিস্তারিত অবগত হওয়া যায়। জরায়ুর পীড়ার জষ্ঠ চক্ষের পীড়া হইতে পারে । আৰ্ত্তব স্রাব অনিয়মিত, অত্যধিক বা অল্প হইলে তাহার কারণ অনুসন্ধান