পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। సి(t করে–আবার তোমার সঙ্গে দেখা হয়ে গেলেই আবার তার জন্তে মন ছট্‌ফট্‌ করে। এই তিনি আর ভূমি—তুমি আর তিনি—এই রকম করেই আমার দিনটা ভাই কেটে যায়। মাইরি, ভূমি ভাই কি একটা যাহূ জানে, নইলে 4 শীঘূঘির কি করে আমাকে বশ করলে ? সুমতি । (লজ্জিত হইয়া) স্থা আমি আবার যান্থ-(তাড়া তাড়ি) তুমি কেন দেরি করলে তা তো বল্পে না জেহেন— জেহেন । এখনও তোমার তা ভাই মনে আছে ? আমি মনে করেছিলুম ईश्न গেছ। আমার ভাই একটু রাধতে, দেরি হয়ে গিয়েছিল—তাই আমার স্বামী—তার কোন দোষ নেই— আমাকে খাটের খুরোতে বেঁধে রেখে দিয়ে ছিলেন। সুমতি । ( আশ্চৰ্য্য হইয়া ) একটু রাতে দেরি হয়েছিল বলে বেঁধে রেখে দিয়েছিলেন ?—ওমা ! এ কি রকম স্বামী। তোমার উপর এত অত্যাচার করেন—আর তুমি বলচ তার কোন দোষ নেই ?—তোমার কি ভয়ানক স্বামিভক্তি ! জেহেন । তা ভাই তার তাতে দোষ কি ? আমারই দোষ । আমার রাঁধতে দেরি না হলে তো তিনি ও রকম করতেন না। আর অন্য স্বামী হলে চাবুক মারতে, তিনি তো স্বৰু কেবল চড় মেরেছিলেন । সুমতি। আবার চড় মেরে ছিলেন ? এই কি তোমার ভাল স্বামী জেহেন ? কি ভয়ানক !