পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&パり স্বপ্নময়ী নাটক । জেহেন। না ভাই তুমি অমন করে আমার স্বামীর দোষ দিও না, তুমি ভাই আমাকে কিছু বলে আমার ভারি কষ্ট হয় ( ক্ৰন্দনের ভান ) * স্বমতি। না আমি আর কিছু বল্ব ন—তুমি কেঁদন। (স্বগত) এই স্বামীকে এত ভক্তি—আমার স্বামীর ব্যবহার দেখলে জেহেনা না জানি কত মুখ্যাতি করে । আর জেহেন যে রকম ভাল লোক র্তাব সঙ্গে একবার আলাপ করিয়ে দিতে হবে—তা হলে তিনি বুঝতে পারবেন কত ভাল। (প্রকাশ্যে) আমার স্বামী ও ভাই খুব ভাল লোক—তুমি তাকে একবার দেখবে জেহেন ? জেহেন। ও মা, ও মা, ও মা, তা হলে লজ্জায় একেবারে মবে যাব—হাজার হোক, পর পুরুষ—ওমা নে কি হয়। তবে, তিনি ভাই তোমার স্বামী—সেই এক কথা, অত পর ভাবলে তোমার যদি কষ্ট হয়—তোমাকে ভাই একটুও কষ্ট দিতে আমার ইচ্ছে করে না-পর পুরুষ বল্লম বলে তোমাব কি ভাই কষ্ট হল ? সুমতি। তা তুমি তাকে অত পর ভাবলে আমার কষ্ট হবে না ? জেহেন । নানা ভাই, আমার মনের ভাব তা ছিল না— তবে কি না, আমার অভ্যাস নেই তাই বলছিলুম।-- তা তোমার জন্যে আমি সব কষ্ট সহ করতে পারি—একটু লজ্জার কষ্ট বৈতে নয়। তিনি ভাই কখন আসবেন ? সুমতি । তার আসবার সময় হয়েছে এখনও কেন আস্চেন ন। তাই ভাবুচি, তুমি সেই গানটা গাও না জেহেন।