পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বপ্নময়ী নাটক । سراہ % জগৎ । আমি বলচি রহিম –তার আওয়াজ বড় মিঠে, আমার কথা বিশ্বাস কচ্চ না ? রহিম। বিশ্বাস কচ্চি বৈকি কুমার-আর লোকে বলে দেখতেও নেহাৎ মন নয় । জগৎ । মন্দ নয়? চমৎকার চমৎকার-আমার কথা বিশ্বাস কচ্চ না ? রহিম । নবাবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সব উদ্যোগ করি গে। জগৎ। চুলোয় যা নবাব-কাল হবে।-বড় মিষ্টি গলা— চমৎকার— (জগতের টলিতে টলিতে প্রস্থান।) রহিম । তবে, দেখতে পেয়েছে। বড়শি লেগেছে। এইবার তবে খেলিয়ে নিয়ে বেড়াবার সময় । আর আমি কিছু ভয় করি নে। এই বড়শির মাছ বড় সাধারণ মাছ নয়—সমস্ত হিন্দুস্থানের সিংহা সন! ( রহিমের প্রস্থান । )