পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$28 স্বপ্নময়ী নাটক । জগৎ। কি দেখছ জেহেন ?—ঠোই লাল হয়েছে কি না তাই দেখচ ?—তোমার পানে আর লাল হবে না ? , জেহেনা। ন ন কিছু না—এই আমি গাচ্চি— ( গান । ) রাগিণী মিশ্র । না জানি কি গুণ ধরে মুখানি তোমার যত দেখি তত সাধ দেখিতে আবার এক দৃষ্টে চেয়ে রই, মনে মন হারা ইই তবুও পলক নাহি নয়নে আমার। ( সুমতির প্রবেশ।) জগৎ । (স্বগত) আ! এখনি কেন ? ( প্রকাশ্যে) বেশ হচ্চিল বেশ হচ্ছিল—থামলে কেন জেহেন ? জেহেন। সখি আজ তবে আমি আসি—কেন বুঝেছ! (কানে কানে) বড় মন কেমন করচে। সুমতি । আচ্ছ ভাই তবে আজ এসো। ( জেহেনার প্রস্থান।) জগৎ। ਜਿੰਜੋੜ দিন তুমি কি রকম হয়ে যাচ্চ বল দেখি — * একজন ভদ্র লোকের স্ত্রী তোমার সঙ্গে কেবল দেখা করতে আসে, এত পরিশ্রম করে তোমাকে'গান শেখায়—তার আর কোন স্বার্থ নেই, কেবল তোমাকে ভাল বাসে বলে আসে—আর ভূমি কি না .তার সঙ্গে একবার ভাল করে কথাও কও না ?