পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। - >२ 9 এক তামাস বটে, তুই আমাকে কি কবে মারবি বল দিকি ? 하স্বপ্ন। পিতা তোমার পীয়ে পড়ি, সে দিন যেন না আসে– সেই ১৫ ই তারিখ–সে কথা আমার মনে হলে হৃৎকম্প হয়—ওঃ ! রাজা। ১৫ই তারিখে তোর দেবতা এখানে আসবেন ? স্বপ্ন। ই পিতা । রাজা। তার সঙ্গে তুইও আস্বি ? স্বপ্ন। হা । রাজা। আচ্ছা তোর দেবতা আহ্বন বা না আহন, তুই সেই দিন আসিস, আর দেবতা যদি আসেন তো দেখুব কেমন সে দেবতা । স্বপ্ন। তবে নিশ্চয় সে দিনে আসতে হবে ?—সে কি অশুভ দিন পিতা তুমি এখনও বুঝতে পাচ্চ না। রাজা । মা, সে দিন অশুভ নয়—সে ভারি শুভ দিন । স্বপ্ন। হা! কি করলে পিতা ? (স্বপ্নময়ীর প্রস্থান । ) রাজা । (স্বগত) ১৫ ই তারিখে তবে आनैर-आज़ তবে কিসের ভাবনা—মন্ত্রীকে আবার তবে বিবাহের উদ্যোগ করতে বলে দি । বিবাহ দিয়েই এক জন ভাল চিকিৎসক আনিয়ে চিকিৎসা করাতে হবে—বোধ হয় মস্তিষ্কেরই রোগ। আ! ১৫ই তারিখ-সে দিন কি আনন্দেরই দিন—সে দিন আস্ব মাত্র তৎ