পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । G: পারত—আত্মপ্লানি হতে পারত—কিন্তু এমন মহৎ কাজ–দেশের জন্ত–মাতৃভূমির জন্ত—ধৰ্ম্মের জন্ত—এতেও আবার সঙ্কোচ ?— এতেও আবার আত্মানি ? না—আমি আর এতে নেই-আমি মশায় বিদায় হলেম । ( গমনোদ্যত । ) শুভ। নানা না স্বরজ যেও না, তাই হবে। এখন কি করতে হবে বলে । - স্বরজ। আর কিছুই করতে হবে না—আপনাকে দেবতার মত সাজতে হবে—কপালে একটা কৃত্রিম চোক বসাতে হবে—সেট খুব জলতে থাকৃবে—আমি ওলন্দাজদের কারখানায় কাজ করতুম— অনেক রকম দ্রব্যের গুণাগুণ জানি—সে সব আমি সাজিয়ে দেব, তার জন্ত কোন চিন্তা নাই—আর আমি আপনার ভক্ত সাজুব। শুভ। তার চেয়ে তুমি দেবতা সাজো না কেন—আমি তোমার ভক্ত সাজব। স্বরজ। তা হ’লে মনে ক'চ্চেন বুঝি প্রতারণার বোঝা আপনার কাধ থেকে অনেকটা নেবে যাবে- কিন্তু তা নয় বরং উণ্টে । আপনি তো মৌন হয়ে বসে থাকৃবেন, লোক ভোলাবার জন্ত আমারি নানা কথা কইতে হবে। তা ছাড়া আপনার স্থায় দিব্যত্র পুরুষেরই দেবতা সাজা প্রয়োজন। না হ’লে ভক্তির উদয় হবে কেন? শুভ। আচ্ছ। তবে তাই। তার পর কি করতে হবে বল । স্বরজ। আমি কতকগুল ভাল ভাল অযুদ্ধ জানি—তাতে অনেক তুরারোগ্য রোগ আরাম হয়—সেই সকল ঔষধে কারও কারও