পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৩২ স্বপ্নময়ী নাটক । তৃতীয় গর্ভাঙ্ক। দেলকোষ বন । স্থরজ মল্‌ ও শুভসিংহ। স্বরজ। শুনতে পাচ্চি রহিমের মৃত্যু হয়েছে কিন্তু তার দ্বারা যে কাজ হবার কথা ছিল সে তা করে গেছে। • শুভ। তার দ্বারা আবার কি কাজ হবে ? আমিতে তার কাছ থেকে কিছুই প্রত্যাশা করি নি। সে নাকি নবাবের ওখানে গিয়েছিল ?—সেখানে তার কি প্রয়োজন ? সুরজ। সে মশায় আমাদের অনেক কাজ এগিয়ে দিয়েছে। রাজকুমার জগৎরায় বিদ্রোহের আশঙ্কা করে নবাবকে সংবাদ দেবার জন্য তার নিকট যাত্রার উদ্যোগ করেছিলেন কিন্তু রহিম তার যাবার পূৰ্ব্বে নবাবের মনে অন্ত রূপ বিশ্বাস জন্মে দেবার উদ্দেশে অগ্ৰেই 'যেখানে গিয়েছিলেন—সেই খানেই তার মৃত্যু হয়েছে এইরূপ জনরব । শুভ। তাতে আমাদের কুজি কি এগোলো ? জগৎরায় নবী বের ওখানে এখনও তো যেতে পারেন, আর গেলেই বা কি ? আমার ইচ্ছে এই সকল হীন ছল কৌশল ছেড়ে দিয়ে প্রকাশ্যরূপে মোগল সৈন্তের সহিত যুদ্ধ করি। আমাদের ধর্মের বল—আমাদের