পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झङ्कर्थ यक्ष । ১৩৫ শুভ। স্বরজ তুমি যাও—আমি আস্চি" (চিন্তা) স্বরজ। যে আজ্ঞা। (স্বগত) শুভসিংহের সঙ্গে আর পেরে ওঠা যায় না-ছলনা না করলে কি উপায় আছে? তা বুঝবে নী—মাঝে মাকে এক একবার খেপে ওঠে-আর দিন কতক থামিয়ে ബ് রাখতে পারলে হয়, তার পর দেখা যাবে (স্থরজের প্রস্থান। ) শুভ। (স্বগৰ্ভু) আমি কি কচ্চি ? দেশ উদ্ধারের এই কি প্রকৃষ্ট উপায় ? প্রতারণা করা কি আত্মার হত্যা নয় ?—আত্মার যদি বল গেল ভে কিসের বলে যুদ্ধ করব—অদ্যায়ের বিরুদ্ধে অধৰ্ম্মের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শেষে কি না নিজেই আমি অধৰ্ম্ম আচরণ কচি ? আমার জন্তই একজন সতী স্ত্রীর এই দুর্দশ হল, অথচ আমি নিশ্চিন্ত আছি—ধিক্ !—না আর পারি না—এই হীন ছদ্ম বেশ ত্যাগ ক’রে প্রকাশ্য ভাবে অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করি—স্থরজমলের কথা আর আমি শুনতে চাই না—জগৎরায়কে বলে পাঠাই—সে ১৫ই তারিখের জন্য প্রস্তুত থাকুক-আমি হীন তস্করের দ্যায় অন্ধকারে আক্রমণ করতে চাই নে। স্বপ্নময়ী কখন আস্বে ?—তাকে বলি আমি দেবতা নই—না আর দুই এক দিন পরে—তাকে আমি বল্বই—এখন জগৎরায়কে জাগাতে হবে— আহা! সতী স্ত্রীকে পরিত্যাগ —র্তার চখের তপ্ত অশ্রু কি আমাদের উপর জলন্ত অভিশাপ বর্ষণ করবে না ? সেই শাপে কি আমাদের