পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ১৩৬ স্বপ্নময়ী নাটক । সমস্ত চেষ্টা সমস্ত কাৰ্য্য ধ্বংশ হয়ে যাবে না ?—ঐ যে স্বপ্নময়ী আসচে। আহা, কবে ঐ সরলার কাছে মন খুলে বলতে পারব যে আমি ওর দেবত নই, ওটু আমার হৃদয়ের দেবতা-না, এখনও l-[বল দাও, সুখের প্রলোভন হতে আমাকে রক্ষা কর । ( “দেশে দেশে ভ্ৰমি তব কুখ গান গাইয়ে” এই গান গাহিতে গাহিতে স্বপ্নময়ীর প্রবেশ।) স্বপ্ন। (স্বগত) এই যে আমার দেবতা-কি উপায়ে দাদার আবার চেতন হয় দেবতাকে জিজ্ঞাসা করি-জুহ সুমতির দুঃখের কথা শুনলে দেবতারও দুঃখ হবে । ( শুভসিংহকে প্রণাম ) শুভ। স্বপ্নময়ি একি আজ অমঙ্গল হেরি, জগৎ তোমার ভ্রাতা আজি এ দুদিনে প্রমোদে বিলাসে মগ্ন—একি দুরদশা! এক দিকে মায়াবিনী কলঙ্কী জেহেনা হাসিতেছে অট্টহাসি নিষ্ঠুর উল্লাসে, অন্য দিকে পতিপ্রাণ দুখিনী সুমতি অনাথিনী পথে পথে করিছে ভ্রমণ ; C요 ဣဒါ၊ আর সহেনা রে, যারে স্বপ্নময়ি, জাগারে ভ্রাতারে তোর—যা”রে শীঘ্ৰ করি, বল তারে এই কথা—দেবের আদেশ– "ধিকৃ ধিক্ ধিক ভ্রাতা, ওঠ শীঘ্ৰ ওঠ, ডাকিনী গাছিছে ওই প্রমোদ-উল্লাসে—