পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8o স্বপ্নময়ী নাটক । ২। ঐ জন্তই তো ভাই রাগ ধরে—হিন্দুর মন্দির নিয়ে টানা টানি কেন ? পোড়াতে হয় মসজিদ পোড়াক না— ১ । তা ভাই যার যে ধর্ম। আমাদের হিন্দুর রাজভ্যি হ'লে আমল এ মসজিদ পোড়তেন । we যাখুলি কুরুকু না দাদা, ওসব কথায় কাজ কি, আমাদের কিছু লাভ হলেই হল। এখন চল। সময় চলে যায়—জয় বাদসার জয়— r ২ । না, তাই বলুচি, এত জিনিস থাকৃতে হিন্দুর মন্দির পোড়া বার দরকারটা কি ?--চল ভাই চল । ( সকলের প্রস্থান । ) ( শুভসিংহের প্রবেশ । ) শুভ। (স্বগত)— দেখিছ না অরি ভারত আগব, অয়ি গো হিমাদ্রি দেখিছ চেয়ে, প্রলয়-কালের নিবিড় সাধার, ভারতের ভাল ফেলেছে ছেয়ে । অনন্ত সমুদ তোমারই বুকে, সমুচ্চ হিমাদ্রি তোমারি সম্মুখে, নিবিড় আঁধারে, এ ঘোর তুর্দিনে, ভারত কঁাপিছে হরষ রবে ! শুনিতেছি নাকি শত কোট দার্স, মুছি অশ্রুজল, নিবারিয়া শ্বাস, সোণার শৃঙ্খল পরিতে ੋ হল যে মাতিয় উঠেছে সবে ? শুধাই তোমারে হিমালয-গিরি, ভারতে আজি কি সুখের দিন ? তুমি শুনিয়াছ হে গিরি-অমর, অর্জুনের ঘোর কোদণ্ডের স্বর,