পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W) স্বপ্নময়ী নাটক । রোগ আরাম হ'লেই আপনার নাম খুব রাষ্ট্র হবে-দেশ বিদেশ থেকে লোক এসে আপনার পূজা করবে, আপনার আজ্ঞাবহ সেবক হবে, তখন তাদের যা বলবেন তারা তাই করবে। সেই সব লোকজন নিয়ে বর্ধমান রাজার কোষাগার লুঠ করতে হবে।— কোষাগার লুঠ ক'রে ধর্ম সঞ্চয় হ'লে তার পর সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন। আপাততঃ বৰ্দ্ধমান রাজার কোষাগার লুঠ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। * শুভ। বুলেম। কিন্তু রাজকোষ লুঠ করা তো সহজ নয় ; রাজবাটীর ধনরত্ন খুব প্রচ্ছন্ন স্থানে প্রোথিত থাকে, প্রাসাদ মধ্যে প্রবেশ করলেই তো তার সন্ধান পাওয়া যায় না। সুরজ। সে কথা সত্যি-বিশেষতঃ বৰ্দ্ধমানের রাজার ধনরত্ব যেখানে থাকে শুনেছি সে অতি গুপ্ত স্থান—একটা সুরুঙ্গ পথে পাতালপুরীর স্তায় এক স্থানে যেতে হয়—তার পথ গোলোকধাঁধার মত অতি জটিল—শুনেছি সে পথ আর কেউ জানে না, কেবল বর্ধমান রাজার দুহিতা সেই পথের সন্ধান জানে। তাকে হস্তগত করা দরকার। - শুভ । বৰ্দ্ধানের রাজকুমারীকে হস্তগত করতে হবে! তাও কি কথন সম্ভব ?—এ তোমার অত্যন্ত অসম্ভব কল্পনা। স্বরজ। আপনি নিশ্চিস্ত থাকুন—তার উপায় ক্রমে হবে। রহিম খা নামে একজন আফগান সর্দারের সঙ্গে আমার বন্ধুত্ব আছে সে বর্ধমান রাজকুমার জগৎরায়ের মোসাহেব-ভার কাছ