পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । $82 তুমি দেখিয়াছ সুবর্ণ আসনে, যুধিষ্ঠির রাজা ভারত শাসনে, তুমি শুনিয়াছ সরস্বতি-কুলে, আৰ্য্য কবি গায মন প্রাণ খুলে, তোমারে শুধাই হিমালয় গিরি—ভমুরতে আজি কি সুখের দিন ? তুমি শুনিতেছ ওগো হিমালয়, ভাবত গাইছে মোগল্পের দুষ্ট বিষণ্ণ নয়নে দেখিতেছ তুমি—কোথাকার এক শূন্ত মরুভূমি— সেথা হতে আসি ভারত-আসন লয়েছে কাড়িয়া, করিছে শাসন, তোমারে শুধাই হিমালয়গিরি ভারতে আজি কি সুখের দিন ? তবে এই সব দুাসের দাসের, কিসের হরমে গাইছে গান ? পৃথিবী কাপায়ে অযুত উচ্ছাসে কিসেব তরে গে উঠায় তান ? কিসের তরে গো ভারতের ভাজি, সহস্র হৃদয় উঠেছে বাজি ? যত দিন বিষ করিয়াছে পান, কিছুতে জাগেনি এ মহাশ্মশান, বন্ধন শৃঙ্খলে করিতে সম্মান ভারত জাগিয়া উঠেছে আজি ? কুমারিক হতে হিমালয় গিবি এক তারে কভু ੇ ন। গাথা, আজিকে একটি চরণ আঘাতে, সমস্ত ভারত তুলেছে মাথা ! এসেছিল যবে মহম্মদ ঘোরি, স্বৰ্গ রসাতল জয়নাদে ভরি রোপিতে ভারতে বিজয়-পূবজl, তখনো একত্রে ভারত জাগেনি তখনো একত্রে ভারত মেলেনি, আজ জাগিয়াছে, আজ মিলিয়াছে— বন্ধন-শৃঙ্খলে করিতে পূজা!