পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । S8-5 (কতিপয় অস্ত্র-শস্ত্রে-মুসজ্জিত বাগদি চোয়াড়ের প্রবেশ ও.শুভসিংহকে ভূমিষ্ঠ প্রণাম । ) সুরজ । এস এস—তোমাদের ਬੀ প্রভু অপেক্ষ কছেন। বাগদি। আমরা তো প্রভু হাজির আছি, য"ম করবেন আমরা তাই করব—কোন বাড়ি লুট করতে হবে ? বলুন এখনি যাই। আমাদের ঠাকরণ কৈ ? তিনি তো এখনও আসেন নি— t; স্বরজ। তিনিপথে আমাদের সঙ্গে যোগ দেবেন। বাগদি। ই প্রভু, আমাদের ঠাকরণকে চাই, তিনি সামনে থাকলে আব আমাদের কিছুই ভয় নেই। একজন। তিনি সাক্ষোৎ ভগবতী— একজন । তিনি আমাদের মা । ( রাজবাড়ির কতিপয় পুাইক সঙ্গে লইয়া সর্দারের প্রবেশ । ) সর্দার। ঐ সেই সন্ন্যাসী, ওকে ধরতে আবার ভয় কি—তুই ভারি ভিতু, তুই এগো না— ১। “এগো না এগো না” বলা সহজ, তুমি এগোও দিকি— বাবারে, কপালের চোক্ট জলচে দেখ– ২ । আচ্ছা ভাই আমি যাচ্চি—