পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । 이 থেকে রাজবাটীর অনেক সংবাদ আমি পাই—শুনেছি রাজকুমারী বাতিকগ্রস্তা-রাজবাট থেকে বেরিয়ে পথে ঘাটে বনে বাদাড়ে যেখানে সেখানে বেড়িয়ে বেড়ায়—তাকে হস্তগত করা তাই মনে হচ্চে নিতান্ত অসম্ভব নয়। রহিম । আমাদের দলভূক্ত হতে চায়—সে আমাদের সহায় থাকলে অনেক বিষয়ে সুবিধা হ’তে পারে। শুভ। রহিম খাঁ ?—একজন মুসলমান ?—সে আমাদের দলভুক্ত হবে ?—তুমি বল কি স্বরজ ? স্বরজ। সে বিষয়ে কোন ভয় নেই। মুসলমান বটে-কিন্তু তার স্বার্থ আছে—তার স্বার্থ হচ্চে মোগল রাজত্ব ধ্বংশ ক'রে তার স্থানে পাঠান সাম্রাজ্য পুনঃস্থাপন করে—মার সে অবশেষে সমস্ত ভারতবর্ষের সম্রাট হয় । শুভ। তুমি কি বলতে চাও তার দ্বারা কাজ সিদ্ধ করে নিয়ে ভার পর ডাকে তাড়িয়ে দিতে হবে—কাজের সময় তাকে বন্ধু বলে স্বীকার ক'রে তার পর কাজ সমাধা করে তাকে বিদায় করে দেওয়া ? স্বরজ। আবার আপনার সেই সব সঙ্কোচ ? #हे माज আপনি বল্লেন এই মহৎ কাৰ্য্য সিদ্ধ করবার জন্য সদসৎ কোন উপায় অবলম্বন করতে আপনি সঙ্কুচিত হবেন না—আবার সেই কথা ?— রহিমের কাছ থেকে আর কোন প্রত্যাশা নেই, তার কাছ থেকে রাজবাটীর অনেক সন্ধান পাওয়া যাবে।