পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । }(ty জেহেন। এ তোমার ভাই অন্যায়-অত দূর থেকে এসেছে, ওরা একটু বস্বে না –বোসে তোমরা, একটু বোসে। জগৎ । বস্বে ? আচ্ছ বোসে । , জেহেনা । (কর্ণমূলে মৃদুস্বরে ) দেখেছ ঐ ಕ್ಷೇತ್ಲೆ # f; মোটা ? o জগৎ । ই ಚೆಕಿ! মোট বটে। জেহেন। আর দেখেছ, ওর দ্বাত উচু তাই রুমাল দিয়ে মুখটা সারা দিন ঢাকুচে। জগৎ। কিন্তু উদিকে যে বসে আছে ওর মুখটা দেখতে নেহাৎ মন্দ নয়। জেহেনা । মুখটা নিতান্ত মন্দ নয় বটে কিন্তু ওর বয়েস কত জান ? জগৎ । कुंड ? জেহেন । পঞ্চাশের কম নয়—রং টং দিয়েছে বলে বয়েস অল্প দেখাচে । o জগৎ । সত্যি নাকি ? আশ্চৰ্য্য! জেহেনা । আচ্ছা বেচারীদের দেখলে বড় মীয়া হয় । রাত দিন পরের মন যোগাতে হচ্চে—ভাল বামুক না বামুক, ভাল বাসা দেখাতে হচ্ছে-কিন্তু কি করে ওরকম ওরা পারে তাই আমি ভাবি–বাইরে এক রকম, ভিতরে আর এক রকম । জগৎ । জেহেন তোমার মত সরলা কি সবাই হবে ? ওদের পেষাই হল ঐ ।