পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । ১৫৭ আশাতে নিরাশ বলে, তোমারে কি যাব ভুলে, সে তো নয় রে ভালবাসা, সুখ-আশা সংগোপনে । রাখিব না স্বধ আশা চাহিব না ভাল বাসা, ভাল বেসেই ভাল রব মনে মনে । প্রেমের প্রতিমাখানি দলিত হৃদয়ে আনি জীবন-অঞ্জলি দিয়ে পূজিব অতি যতনে। ( গাইতে গাইতে প্রস্থান )। রহিমের প্রবেশ । রহিম । (স্বগত) কে ন জানি আমার মৃত্যু রটিয়েছে—তাকে যদি পাই তো আমি তার জিব টা টেনে ছিড়ে ফেলে কুকব শেয়াল দের খেতে দি। আমার সঙ্গে ঠাট্ট ?—বাড়ি গিয়ে দেখি-গৃহ-শূন্য, ই দুব চামচিকেতে ঘর ছেযে গেছে, ভাঙ্গ ছাদের উপর বোসে পেচা ডাক্‌চে—ঘরের কপাট গুল পর্যন্ত চোবের চুরি করে নিয়ে গেছে— আর সেই পাপীয়সী বিশ্বাসঘাতিনী শুনচি না কি জগতের উপপত্নী হয়েছে—এ কথা যদি সতি্যু হয় তো জুমি যে কি করব ভেবে পাচ্চিনে—দুজনকে জবাই করব—তুষের আগুনে জ্যান্তে৷ পোড়াব—কাটা দিয়ে মাটরমধ্যে পুতে ফেলব। কোথায় না জানি তারা আছে—একবার সন্ধানটা পেলে হয়—তার স্ত্রীকে নাকি তাড়িয়ে দিয়েছে—শুন্‌চি এই বনে থাকে-কিন্তু কৈ তাকে তো দেখতে পাচ্চিনে—তাকে দেখতে পেলেই সব সন্ধান পাব—একবার