পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎸ8 স্বপ্নময়ী নাটক । রাজা। মা, তুমিই তো আমার জননী—তুমি আমার ধন রত্ন চাচ্চ ?—এখনি লও—এই লও আমার চাবি-তুমি আমার সর্বস্ব লও—তোমার পিতার ধন তুমি নেবে না মা ? তার জন্য এত কেন সজ্জা ? এখনি তোমাকে দিচ্চি, চল—কেবল মা, আমাদের বংশকে কলম্বিত কর না,এস মা এস! স্বপ্ন। দেখ দেবতা, আমার পিতা শক্ৰ ཤ་ཨཱ་ (রাজার প্রস্থান ও স্বপ্নময়ীর অনুগমন । ) বান্দিগণ। প্রভু হুকুম দাও, আর আমরা চুয়া করে থাকৃতে পারচিনে । ( বেগে জগৎরায়ের প্রবেশ।) জগৎ । কৈ, আমাদের দেবতা কোথায় ? শুভসিংহ নাকি দেবতা সেজেছে ? এই যে শুভ, ভাল আছ তো? ভুল হয়েছে, তোমাকে যে প্রণাম করতে হবে, তুমি যে দেবতা, ছোট-বেলাকার তলোয়ারের দাগ গুল কি দেবতার গায়ে এখন আছে ? আর একবার বাহুবল পরীক্ষা করবার কি সাধ হয়েছে? তাই কি আসা হয়েছে? আমি প্রস্থত আছি এসো, তোমার ভয় কি, তুমি দেবতা, অস্ত্রাঘাত তো তোমার শরীরে লাগবে না—ভীরু, এই ভোর সাহস ? বীরের মত শিক্ষা পেয়ে শেষে কিনা তস্করবৃত্তি অবলম্বন করিচিস্, ধিক্‌! তোর সঙ্গে আবার যুদ্ধ কি ? প্রাণ নিয়ে পালা, আমি কিছু বলব না।