পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । S११ (মন্ত্রীর বেগে প্রবেশ । ) মন্ত্রী। প্রাসাদে আগুন লেগেছে—সৰ্ব্বনাশ হয়েছে, সৰ্ব্বনাশ হয়েছে—মহারাজ শীঘ্ৰ নেবে আমুন-এশীঘ্ৰ নেবে আমুন— ( রাজার প্রবেশ।) রাজা । ( বারাণ্ডাব উপরে )—এ কি !—কোন দিক দিয়ে বেরোবার উপায় ਜਵੈ-ਚਿ দিকেই আগুন—কোন দিক দিয়ে যাই—কি সৰ্ব্বনাশ !— মন্ত্রী। মহারাজ নেবে আমুন—নেবে আসুন—এখনি সমস্তই অগ্নিতে গ্রাস করবে। বিলম্ব করবেন না। —ওরে শীঘ্র জল নিয়ে আয়—মহারাজকে উদ্ধার কর—মহারাজকে উদ্ধার কর— ( মন্ত্রীর প্রস্থান । ) রাজা। আমার কোন দিক দিয়েই যাবার পথ নেই—কে আমাকে উদ্ধার করবে ?—যে ਬੋੜ উদ্ধার করবে, তাকে আমার সমস্ত রাজত্ব দেব—আমার সর্বস্ব দেব—আমি বৃদ্ধ—আমাকে উদ্ধার কর—আমাকে উদ্ধার কর । ( রক্ষকগণের প্রবেশ । ) রক্ষকগণ । মহারাজ চারি দিকেই আগুন-—আমরা এখন কি করে প্রবেশ করি। কেউ যাবি ? ঘানা, অনেক টাকা পাবি। ২৩