পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বপ্নময়ী নাটক । هو سراج রাজা। আমার স্বপ্নময়ী কোথায় ?—দেখ বৎস—তাকে উদ্ধার কর—তোমাকে সে দেবতা বলে, তাকে উদ্ধার কর—যাও বৎস, যাও, সে তোমারি । শুভ। মহারাজ, আমি এখনি যাচ্চি, আপনি নিশ্চিন্ত হোন ( যাইতে যাইতে) সুরজ পাষণ্ড–নিরস্ত হ–নিরস্ত হ–প্রাসাদে অগ্নি দিয়ে নিরর্থক কেন অত্যাচার কলি-প্রতিশোধ নিতে হয় তো আমার উপর প্রতিশোধ নে—আয়, তলয়ার নিকোষিত কর–আমি প্রস্তুত। (শুভসিংহের নিক্ষোধিত আসি হস্তে বেগে প্রস্থান । ) নেপথ্যে। মার মা—আগুন লাগা-ভেঙ্গে ক্যাল, সব চুর মার কবে ফ্যাল, গেল গেল গেল, ঐ ভেঙ্গে পড়ল, ঐ ভেঙ্গে পড়ল। রাজা। কি! সব পুড়ে গেল—সব পুড়ে গেল—ঐ ভেঙ্গে পড়চে—কোথায় পলাই—(প্রাসাদের কিয়দংশ ভাঙ্গিয় রাজার উপর পতন ) (স্বপ্নময়ীর ধনরত্ন লইয়৷ প্ৰবেশ।) স্বপ্ন। কোথায় পিতা কোথায় ?—আমি ধন রত্ন সমস্তই এনেছি (ভগ্নাবশেষের মধ্যে মৃতবং রাজাকে দেখিয়া) পিতা পিতা একি ! একি !—এ কি হল !—পিতা, উত্তর দাওনা পিতা— রাজা। মা, মা, তুমি কি করলে মা ?—আমি তোমার কি করেছিলেম ? অ ! শুভ সিংহকে-বাছা-বাছা তুই (श्रृङ्खा)